সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে দেশে অন্যতম জনপ্রিয় তারকার তালিকায় উপরের দিকে নাম রয়েছে ‘কেজিএফ’ তারকা যশ-এর। এইমুহূর্তে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্স’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। স্বাভাবিক ভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। তবে এইমুহূর্তে অন্য একটি ব্যাপারে চর্চায় রয়েছেন এই দক্ষিণী তারকা। সমাজমাধ্যমে বিবৃতি জারি করে নিজেদের ভক্তদের উদ্দেশ্যে একটি অনুরোধ করলেন তিনি।
সেই বিবৃতির মাধ্যমে যশ জানিয়েছেন ২০২৫-এর ৮ জানুয়ারি তাঁর জন্মদিনের দিনটি নিয়ে যেন অতিরিক্ত মাতামাতি না করেন তাঁর অনুরাগীরা। প্রথমত, শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। সেই সুবাদে নিজের শহরেও থাকবেন না। তবে শুধুই কি এই কারণে বিবৃতি জারি করলেন যশ? আজ্ঞে না। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। চলতি বছরে যশের জন্মদিন উদ্যাপন নিয়ে প্রায় উন্মাদ হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। তার জেরে মৃত্যু পর্যন্ত হয় এই তারকার এক ভক্তের।
???? pic.twitter.com/lmTH0lqiDx
— Yash (@TheNameIsYash)Tweet by @TheNameIsYash
সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের উদ্দেশ্যে গোটা গোটা অক্ষরে যশ লেখেন, “....গত কয়েক বছর ধরে আপনারা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু এই ভালবাসার উদ্যাপন করতে গিয়ে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। এখন সময় এসেছে ভালবাসা দেখানোর আঙ্গিকে পরিবর্তন আনা। বিশেষ করে আমার জন্মদিন উদ্যাপনের ক্ষেত্রে তো বটেই! আমার জন্মদিন বিরাট করে উদ্যাপন করার কোনও প্রয়োজন নেই। না তো সেই দিনে প্রয়োজন রয়েছেন বিরাট জমায়েতের। আমার কাছে জন্মদিনের সেরা উপহার হবে যদি আপনারা সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যদি আপনারা আনন্দ ছড়ান, সমাজে ভাল কাজ করার ব্যাপারে মন দেন, ব্যস।”
