সংবাদসংস্থা মুম্বই: বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের ভাগ্য এখন আসন্ন ছবি 'বাঘি ৪'-এর হাতে। পরপর বক্স অফিসে ব্যর্থতার পর একপ্রকার 'ফ্লপ হিরো'র তকমা লেগেছিল টাইগারের গায়ে। তবে, টাইগার শ্রফের কেরিয়ার যে এখন নতুন মোড় নিতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল 'বাঘি ৪'-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই।
 
 ২ মার্চ অভিনেতার জন্মদিন। এদিন প্রকাশ্যে এল টাইগারের প্রথম প্রেমিকার কথা। নিজের মুখেই গোপন তথ্য ফাঁস করলেন তিনি। যদিও এই ঘটনা সদ্য ঘটেনি। একটি টক শোয়ে প্রথম প্রেম নিয়ে আলোচনার সময় টাইগার জানান, ছোটবেলা থেকেই শরীরচর্চা ও খেলাধুলায় বেশি মনোযোগী ছিলেন তিনি। তাই প্রেম করার কথা ভাবতেন না। 
এরপর যখন বড়পর্দায় অভিনয়ের জন্য অডিশন দিতে আসেন তিনি, তখন সেখানেই প্রথম ভালবাসা খুঁজে পান। টাইগার ছাড়াও ওই টক শোয়ের অতিথি ছিলেন বরুণ ধাওয়ান। টাইগারের এই কথা শুনে তিনি সরাসরি জিজ্ঞাসা করেন, "তোমার প্রথম ছবির নায়িকা কৃতি স্যানন। তবে কি প্রথম প্রেমিকাও সে?" টাইগার যদিও জানান, তাঁর প্রথম প্রেমিকা কৃতি নন, অন্য কেউ। কিন্তু নাম প্রকাশ করেননি অভিনেতা।
যদিও কিছু বছর আগে পর্যন্ত 'বাঘি ২'-এর সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর প্রেম নিয়ে গুঞ্জন ছিল। যদিও সেই সময় দু'জনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
