নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা, ওপার বাংলার মিশেলে এক অন্যধারার গল্প ফুটে উঠছে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য়। পর্দায় রোদ্দুর আর ময়নার খুনসুটিতে ভরা গল্প দারুণ জমে উঠেছে।
 
 ইতিমধ্যেই রোদ্দুর-ময়নার মাঝে এসে হাজির গুঞ্জা। তাকে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে ময়না। এবার সে রোদ্দুরের থেকে গুঞ্জাকে দূরে সরানোর চ্যালেঞ্জ নিল। পরিকল্পনা চলতে চলতেই জানা গেল মেজকার জন্মদিন আসছে। বাড়িতে মেজকার জন্মদিন কীভাবে পালন করা হবে তাই নিয়ে চিন্তায় পড়ে রোদ্দুর-ময়না। 
 
 অবশেষে ময়নার বুদ্ধিতে জমে যায় মেজকার জন্মদিনের আসর। বাড়ির সবাই ময়নার প্রশংসা করতে থাকে। এদিকে, ময়নার জয় দেখে রেগে আগুন গুঞ্জা।
এবার কি ময়নাকে ফাঁসাতে নতুন কোনও পরিকল্পনা করবে সে? নাকি বুদ্ধি করে রোদ্দুরের থেকে চিরকালের জন্য গুঞ্জাকে দূরে সরিয়ে দেবে ময়না? উত্তর মিলবে আগামী পর্বে।
 
 প্রসঙ্গত, মায়ের কথায় ময়নাকে বিয়ে করতে বাধ্য হয় রোদ্দুর। তাই স্ত্রী হিসাবে ময়নাকে মেনে নিতে পারেনা সে। ফুলসজ্জার রাতেই ডিভোর্স পেপার ধরায় ময়নার হাতে। কিন্তু এখন ধীরে ধীরে রোদ্দুরের মনে জায়গা করে নিচ্ছে ময়না। যদিও এখনও পর্যন্ত নায়ক-নায়িকার ভালবাসা টের পাননি দর্শক। টিআরপিতে গত সপ্তাহে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তাই সিরিয়াল প্রেমীদের মনে এই ধারাবাহিককে ঘিরে আশার আলো জেগেছে।
