সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ইতিহাসে 'আইকনিক' ছবিদের তালিকায় জায়গা করে নিয়েছে 'করণ-অর্জুন'। নয়ের দশকে মুক্তি পাওয়া এই ছবি অভিনেতা হিসাবে শাহরুখ এবং সলমন খানের কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক। রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও সলমন খান। বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল এই ছবি। পুনর্জন্ম নিয়ে বলিউডে সাত ও আটের দশকে ছবি হলেও 'করণ অর্জুন'-এর মাধ্যমে সেই ট্রেন্ড নতুন করে ছড়িয়ে পড়ল হিন্দি ছবির বলয়ে। এমনকি ছোটপর্দাতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক -প্রযোজক রাকেশ রোশন জানালেন তিনি যদি এই ছবির রিমেক অথবা সিক্যুয়েল করেন তাহলে শাহরুখ -সলমনের বদলে ছবিতে কাস্ট করবেন হৃতিক রোশন এবং রণবীর কাপুরকে!
সেই সাক্ষাৎকারে অবশ্য জোর গলায় রাকেশ জানালেন, 'করণ অর্জুন'-এর রিমেক অথবা সিক্যুয়েলের ব্যাপারে তিনি এতটুকুও আগ্রহী নন। তবে একান্তই যদি তিনি তা তৈরি করেন তাহলে এই ছবিতে সলমনের অভিনীত চরিত্র 'করণ'-এর ভূমিকায় তিনি কাস্ট করবেন হৃতিককে এবং শাহরুখের 'অর্জুন' চরিত্রে রণবীরকে।
ওই সাক্ষাৎকারে রাকেশ রোশন আরও জানান, কেন তিনি 'করণ অর্জুন' ছবিতে সলমন এবং শাহরুখকে নিয়েছিলেন। পরিচালকের কথায়, "সেই সময়ে বলিউডের নায়কদের মধ্যে সলমনের চেহারা সবথেকে সুন্দর ছিল। ওরকম পেশিবহুল সুগঠিত চেহারা সেই সময়ে হিন্দি ছবির অন্য নায়কদের ছিল না বললেই চলে। আর সলমনের চোখ দুটো খুব শান্ত। 'করণ'-এর চরিত্রের জন্য এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ ছিল। আর শাহরুখের সঙ্গে আমি এর আগে 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেছিলাম। তাই ওর কাজের ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম। এছাড়াও 'ফৌজি' ধারাবাহিকে শাহরুখের অভিনয় আমার মনে দাগ কেটে দিয়েছিল..."
