বলিউডে ফের আসছে একঝলক রঙিন রোম্যান্স। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন ছবি ‘পরম সুন্দরী’ নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে। তুষার জলোটার পরিচালনায় তৈরি এই রোম্যান্টিক কমেডি ছবিটি নিয়ে ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। গানগুলোও পেয়েছে ইতিবাচক সাড়া। কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে এক তুলনা— এই ছবির সঙ্গে নেটপাড়ার একটি বড় অংশ শাহরুখ খান-দীপিকা পাডুকোনের ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩)-এর সঙ্গে তুলনা টানছে জাহ্নবী-সিদ্ধার্থের এই নয়া ছবির।

 কেন এই তুলনা? ‘চেন্নাই এক্সপ্রেস’-এ দীপিকা ছিলেন এক দক্ষিণী কন্যা, যিনি প্রেমে পড়েছিলেন উত্তর ভারতের ‘রাহুল মিঠাইওয়ালা’র (শাহরুখ খানের চরিত্র) সঙ্গে। ‘পরম সুন্দরী’-তেও গল্পে এক দক্ষিণী মেয়ে আর এক উত্তর ভারতীয় যুবকের প্রেম, সেই মিল দেখেই একথা বলছেন অনেকে।

সব শুনে জাহ্নবী কী বললেন? এই দুই ছবির তুলনা নিয়েই মুখ খুললেন জাহ্নবী । সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর চরিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির দীপিকা অভিনীত চরিত্রের তুলনায় একেবারেই আলাদা। তিনি বললেন, “আমার চরিত্র কেরলের, সে অর্ধেক মালয়ালি ও অর্ধেক তামিলিয়ান। দক্ষিণ ভারত মানেই একই ধরনের মানুষ নয়। আমারা দু'জনেএকেবারেই আলাদা। এই বিষয়টা যে বারবার ঘুরেফিরে হচ্ছে এমনও নয়। ‘টু স্টেটস’ ছবিতেও উত্তর-দক্ষিণ প্রেম ছিল, কিন্তু সেটা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর এসেছিল। আসলে এই ধরনের ছবি প্রতি বছর তৈরি হয় না। আর যেটা সবচেয়ে জরুরি, মানুষ আমাদের এমন কিছুর সঙ্গে তুলনা করছে না যেটা ভুলে যেতে হবে। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছিল একেবারে আইকনিক ছবি, আইকনিক চরিত্র আর আইকনিক অভিনেতাদের অভিনয়ে।”

 সিদ্ধার্থ কী বলছেন? জাহ্নবীর সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও এই তুলনাকে সম্মান হিসেবেই নিচ্ছেন। তাঁর কথায়, “ ‘চেন্নাই এক্সপ্রেস’ আজ থেকে দশ বছর আগে বেরিয়েছিল। সেই ছবিকে এখনও দর্শক মনে রেখেছেন—এটাই গর্বের ব্যাপার। পরম সুন্দরী একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে।”

এই ছবির পটভূমি ঠিক কতটা আলাদা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর তুলনায়? ‘পরম সুন্দরী’ প্রযোজনা করছেন দীনেশ ভিজন, যিনি এর আগে ‘স্ত্রী’, ‘মিমি’, ‘বাধাই হো’–র মতো হিট উপহার দিয়েছেন। ছবির গল্পে দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া থাকবে, তবে সেটি আধুনিক এক প্রেমকাহিনির মোড়কে পরিবেশিত হবে।

 এই ছবির মাধ্যমে সিদ্ধার্থ মালহোত্রাও রোম্যান্টিক ছবিতে ফিরলেন।  এ ছবির মাধ্যমে অনেকদিন পর রোম্যান্স ঘরানায় ফিরছেন সিদ্ধার্থ মালহোত্রা। শেষ কয়েক বছরে তিনি 'শেরশাহ', 'যোদ্ধা'র মতো অ্যাকশন ড্রামায় ব্যস্ত ছিলেন। জাহ্নবীর ক্ষেত্রেও এই ছবি গুরুত্বপূর্ণ, কারণ তিনি এখন কেরিয়ারকে বৈচিত্র্যময় করতে চাইছেন।

কবে আসছে ‘পরম সুন্দরী’? এই ছবি মুক্তি পেতে চলেছে এই শুক্রবার, ২৯ আগস্ট। ট্রেলার থেকে শুরু করে গান—সব মিলিয়ে ছবিকে ঘিরে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। এবার দেখা যাক, দর্শকের মনে এই উত্তর-দক্ষিণ প্রেমের গল্প কতটা ছাপ ফেলতে পারে।