নিজস্ব সংবাদদাতা: কখনও তিনি সত্যের সন্ধানী, কখনও দুঁদে পুলিশ অফিসার, কখনও আবার স্বপ্নের নায়ক হয়ে দর্শকের মন কাড়েন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অভিনেতার জন্মদিনে সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন আবির। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন টলিপাড়ার তারকারাও। এবার আবিরের জন্মদিনে সমাজ মাধ্যমে কলম ধরলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 

 

 

আবিরের সঙ্গে অদেখা মুহূর্তের দুটি ছবি ভাগ করে পরমব্রত লেখেন, 'সময় পাল্টায়, সম্পর্ক নয়। বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ভাল থাকিস। শুভ জন্মদিন।' দুই অভিনেতার বন্ধুত্ব নজর কাড়ে ছবির জগতে। 'বাইশে শ্রাবণ', 'দ্বিতীয় পুরুষ', 'শাহজাহান রিজেন্সি', 'বিবাহ বিভ্রাট', 'বাস্তু শাপ'-এর মতো ছবিতে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে আবির-পরমকে। 

 

 

সমাজ মাধ্যমে তেমন সক্রিয় না হলেও বন্ধুর জন্মদিনে পুরনো ছবি ভাগ করলেন পরমব্রত। তাঁর পোস্টে স্মৃতি রোমন্থন স্পষ্ট। সম্প্রতি, বক্স অফিসে ২ কোটির গণ্ডি পেরিয়েছে 'বহুরূপী'। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আবির, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অচেনা রূপে এই ছবিতে ধরা দিয়েছিলেন। মুক্তির আগে থেকেই ছবি ঘিরে দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সাফল্যের শিরোপা পেয়ে জমজমাট সেলেব্রেশনে মাতলেন তারকারা। সেখানেই জন্মদিনের কেক কেটে হল উদ্‌যাপন। সেই ঝলকও ছড়িয়েছে সমাজ মাধ্যমে।