টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

‘দলবাজি’ নিয়ে বিস্ফোরক পরেশ


জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি পুরস্কারজগতের লবিং অর্থাৎ দলবাজি নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা স্বীকার করেছেন যে, এমনকি জাতীয় পুরস্কারও সম্পূর্ণভাবে দলবাজি-মুক্ত নয়। তাঁর মতে, একই ধরনের প্রভাব অস্কার পুরস্কারেও দেখা যায়। পরেশ রাওয়ালকে সম্প্রতি আগ্রায় একজন ট্যুর গাইডের ভূমিকায় দেখা যাবে তাঁর নতুন ছবি ‘দ্য তাজ স্টোরি’তে।

সম্প্রতি পরেশ এক পডকাস্টে অংশ নেন, যেখানে তিনি তাঁর অভিনয়জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এই কথোপকথনের সময় পরেশ জাতীয় পুরস্কার এবং অস্কারে লবিং প্রথা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, পরিচালক এবং চিত্রনাট্যকারদের কাছ থেকে প্রশংসা পাওয়াকেই তিনি যে কোনও পুরস্কারের চেয়ে অনেক বেশি মূল্য দেন।
পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে পরেশ বলেন, “পুরস্কার নিয়ে তো আমি বেশি কিছু জানিই না। একটা কথা বলব — জাতীয় পুরস্কারে সামান্য একটু লবিং হয়তো হয়। তবে অন্য পুরস্কারগুলির মতো অতটা নয়। বাকি পুরস্কার নিয়ে কথা বলারও প্রয়োজন নেই, কারণ তাতে কোনও লাভ নেই। জাতীয় পুরস্কার তো জাতীয় পুরস্কারই — তার সুনাম আলাদা।”

আবেগে ভাসছেন করিনা-প্রিয়াঙ্কারা

ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ জিতে ভারতকন্যারা রচনা করলেন নতুন অধ্যায়। প্রায় ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই জয় ভারতের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এই ঐতিহাসিক মুহূর্তে বলিউড তারকারাও উচ্ছ্বাসে মেতে উঠলেন। অনুষ্কা শর্মা, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে হৃতিক রোশন— সকলেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে মহিলা দলের দুর্দান্ত পারফরম্যান্স ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।

ভারতের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডে শুরু হয় অভিনন্দনের ঢল।
প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম স্টোরিতে দলের ছবি শেয়ার করে লিখেছেন,
‘আমাদের চ্যাম্পিয়নদের অভিনন্দন! #টিমইন্ডিয়া’।
অন্য দিকে, করিনা কাপুর খান ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচের শেষ মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এখনও আনন্দে কাঁদছি’।

অনুষ্কা শর্মা লিখেছেন, ‘তোমরাই সত্যিকারের চ্যাম্পিয়ন! কত বড় অর্জন!’
কিয়ারা আডবাণী শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘অবিশ্বাস্য মুহূর্ত! তোমরা ইতিহাস তৈরি করেছো! অভিনন্দন আমাদের ব্লু টিমকে!’

হৃতিক রোশন এক্স (টুইটার)-এ লিখেছেন, “জিতে গিয়েছি! ঐতিহাসিক জয়! ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়— এটা কেবল শুরু। ভালবাসা ও শ্রদ্ধা রইল।”
বলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ— সকলেই একসুরে বলছেন, ‘এই জয় শুধু খেলার নয়, নারী শক্তির উদযাপন।’

আইনি জটে ‘চিরঞ্জীবী ধাবা’

হায়দরাবাদে জনপ্রিয় তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর নামে খোলা এক ধাবাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শহরের নল্লাগণ্ডলায় সম্প্রতি চালু হওয়া ‘চিরঞ্জীবী ধাবা’ নামের রেস্তোরাঁটিকে অভিনেতার নাম এবং ছবি ব্যবহার করার অভিযোগে আইনি নোটিস পাঠানো হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর আলোচনা— তবে কি বন্ধ হয়ে যাবে ধাবা? নাকি নাম বদলাতে হবে রেস্তরাঁর?

বিতর্ক থামাতে ধাবার মালিক রবি তেজা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের দিকের কথা জানান। তিনি লেখেন, কীভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কেন তিনি চিরঞ্জীবীর নাম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই বিষয়টি তিনি পরিষ্কার করতে চান।

এই ঘটনা সামনে আসে ঠিক কিছুদিন পরই, যখন হায়দরাবাদ সিভিল কোর্ট অভিনেতা চিরঞ্জীবীর ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষা করার নির্দেশ জারি করে। আদালতের সেই নির্দেশে স্পষ্ট বলা হয়, অভিনেতার অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি বা চরিত্রচিত্রণ কোনও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।
এখন দেখা যাচ্ছে, চিরঞ্জীবী ধাবা সেই নতুন নির্দেশের পরেই প্রথম আইনি নজরে পড়েছে। ধাবার মালিক অবশ্য দাবি করেছেন, তাঁর উদ্দেশ্য শুধুমাত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জানানো, কোনওভাবেই বাণিজ্যিক সুবিধা নেওয়া নয়।
তবে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়।