সাম্প্রতিক সময়ে তারকা দম্পতিদের মধ্যে পারিবারিক ভ্লগ তৈরির চল বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পরমিত শেঠি এবং অভিনেত্রী অর্চনা পুরাণ সিং সেই তালিকারই অন্যতম। দীর্ঘদিন ধরে হাসি-ঠাট্টার মাধ্যমে অনুরাগীদের মন জয় করে চলা এই দম্পতি এবার নিজেদের সাম্প্রতিকতম ভ্লগে এসে এক মজাদার কাণ্ড ঘটিয়ে বসলেন, যা শুনে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে একটি ভ্লগ ভাগ করেন অর্চনা এবং পরমিত। যেখানে তাঁদের দুই ছেলে আর্যমান এবং আয়ুষ্মানের সঙ্গে পারিবারিক মুহূর্তের ঝলক দেখা যায়। ভ্লগটি মূলত দীপাবলি উৎসব এবং তার প্রস্তুতি নিয়ে তৈরি। সেখানে দেখা যায়, পরিবারের সবাই মিলে উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সেই ফাঁকেই চলছে তাঁদের চিরাচরিত খুনসুটি এবং মজার আড্ডা।
আলোচনার এক পর্যায়ে, পরমিত রসিকতার সুরে তাঁর স্ত্রী অর্চনাকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করেন, যা শুনে সবাই হেসে ওঠেন। প্রথমে তিনি অর্চনার দিকে ইঙ্গিত করে মজার ছলে বলেন, "এ তো আমাকে বিয়ে করেছেন কেবল আমার সম্পত্তির জন্য।" যদিও পরের মুহূর্তেই তিনি হেসে উঠে বিষয়টিকে স্পষ্ট করে দেন যে তিনি আসলে 'প্রপার-টি (সঠিক চা)র কথা বলছিলেন, যা অর্চনা প্রতিদিন সকালে তাঁর কাছ থেকে পান। এই মন্তব্যের পরই অর্চনাও সম্মতি জানিয়ে বলেন, "হ্যাঁ, এটা সত্যি। ও প্রতিদিন সকালে আমার জন্য চা তৈরি করে।"
এরপরেই, দীপাবলির উপহারের তালিকা নিয়ে কথা বলতে গিয়ে এই দম্পতি আরও একটি মজাদার কাণ্ড ঘটান। যখন পরমিত আত্মীয়-স্বজনের নাম মনে করতে পারছিলেন না, তখন অর্চনা তাঁকে ইয়ার্কি করে বলেন, "তুমি তো কিছুই মনে রাখতে পারো না—সকালে ঘুম থেকে উঠে নিজের নামটাও না!" এই কথা শুনে পরমিত সুযোগ হাতছাড়া করেননি। অর্চনা যখন বলেন, "এই দীপাবলিতে কিছু নতুন হয়ে যাক!" তখন পরমিত সঙ্গে সঙ্গেই মজা করে উত্তর দেন, "হ্যাঁ, দয়া করে একে নিয়ে যাও আর এই দীপাবলিতে আমার জন্য নতুন কাউকে নিয়ে এসো।"
আরও পড়ুন: বৌদি করিনা তাঁকে পাত্তা দেন না? তুমুল অপমান ধেয়ে আসতেই অবশেষে মুখ খুললেন সইফের বোন সাবা
স্বামীর মুখে এমন উত্তর শুনে অর্চনা চোখ পাকিয়ে বলেন, "চুপ করো, এই চুটকিটা পুরোনো হয়ে গিয়েছে।" এই ভ্লগটি প্রমাণ করে যে, দীর্ঘ প্রায় ৩৩ বছরের দাম্পত্য জীবনে পরমিত এবং অর্চনার সম্পর্ক আজও কতটা মজবুত ও ভালবাসায় পরিপূর্ণ। তাঁদের সম্পর্ক কেবল ভালবাসার নয়, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা এবং নির্ভেজাল বন্ধুত্বেরও এক উজ্জ্বল উদাহরণ।

তাঁদের খোলামেলা আলোচনা, ঠাট্টা-মজা এবং একে অপরের প্রতি নির্দোষ দুষ্টুমিই এই তারকা দম্পতির সম্পর্কের অন্যতম ভিত্তি, যা অনুরাগীদের কাছে তাঁদের আরও বেশি প্রিয় করে তুলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পরমিত শেঠি এবং অর্চনা পুরাণ সিং ১৯৯২ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের এই দীর্ঘ দাম্পত্য জীবন বলিউডের অন্যতম সফল এবং সুখী সম্পর্কগুলির মধ্যে একটি। তাঁদের পারিবারিক ভ্লগগুলি কেবল তাঁদের ব্যক্তিগত জীবনের ঝলকই দেখায় না, বরং দর্শকের কাছে এক সুখী পরিবারের ছবিও তুলে ধরে। অনুরাগীরা সবসময়ই তাঁদের প্রাণবন্ত রসায়ন এবং মজাদার পারিবারিক মুহূর্তগুলি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
