টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সঙ্কটে পবনের স্ত্রী
ভোজপুরি অভিনেতা এবং রাজনীতিবিদ পবন সিংয়ের স্ত্রী জ্যোতি সিংকে সোমবার লখনউতে তাঁর স্বামীর বাড়িতে প্রবেশ করতে পুলিশ বাধা দেয়। তার পরেই তিনি ভেঙে পড়েন। এবং অভিযোগ করেন যে, পবন তাঁর বিরুদ্ধে এফআইআর করিয়েছেন। পুলিশ জানায়, জ্যোতির বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি। শুধু থানায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ তাঁকে থানায় যেতে অনুরোধ করে।
 
 
 তবে জ্যোতি অভিযোগ করেন যে তাঁকে জনসমক্ষে অপমান করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, পবন সিংহ ও জ্যোতির মধ্যে আইনি প্রক্রিয়া চলছে এবং জ্যোতি তাঁর স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন। তবে জ্যোতি এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর অভিযোগ শুধুমাত্র ভরণপোষণ সংক্রান্ত। 
এই সময় জ্যোতি হুঁশিয়ারি দেন, যদি তিনি ন্যায়বিচার না পান তবে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। তিনি বলেন, “আমি আজ সমাজের কথা শুনে এখানে এসেছি। যদি এখনও ন্যায় না পাই, আর কোনও আশা নেই। আমি এই বাড়িতেই বিষ খেয়ে মরব। আমি সৎ পরিবারের মেয়ে এবং বউ। আমাকে যদি থানায় যেতে হয়, আমি এখানেই বিষ খেয়ে চলে যাব। আর সহ্য হচ্ছে না। আমাকে ন্যায় দিন।”
 
 শেষ হয়েও হইল না শেষ…
বিবাহবিচ্ছেদের এক বছর পর অভিনেত্রী ইশা দেওল এবং তাঁর প্রাক্তন স্বামী ভরত তখতানিকে সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।
 
 ভরত সামাজিক মাধ্যমে মুম্বইয়ের একটি রেস্তরাঁয় রবিবারের আউটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি সানডে’ এবং সঙ্গে একটি হার্ট ইমোজি যুক্ত করেছেন। ছবিতে দেখা যায়, ভরত এবং ইশা এক বন্ধুর সঙ্গে রয়েছেন। এবং ইশার বোন অহনা দেওলও পাশে বসে হাসছেন। বিবাহবিচ্ছেদের পরেও যে তাঁদের বন্ধু্ত্ব অটুট, তা এই ছবি থেকেই স্পষ্ট।
 
 
 শোনা যায়, সম্পর্কে ক্রমবর্ধমান মতভেদের কারণে ইশা এবং ভরত কারণে বিবাহবিচ্ছেদ করেন। তবে এর পরও তাঁরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং বিশেষ করে তাঁদের সন্তানদের স্বার্থে ভাল সম্পর্ক রেখে চলেছেন।
 
 
 এই দম্পতির দুই কন্যা রয়েছে— রাধ্যা এবং মিরায়া। তাঁরা দু’জনেই মেয়েদের লালনপালনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। গত জুন মাসে ফাদার্স ডে উপলক্ষে ভরত একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তাঁর নিজের বাবা এবং প্রাক্তন স্ত্রী ইশার বাবা, বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে একসঙ্গে দেখা যায়।
অনীতের সংগ্রাম
অনীত পাড্ডা তাঁর প্রথম বলিউড ছবি ‘সাইয়ারা’তে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। পরিচালক মোহিত সুরির এই ব্লকবাস্টার ছবিতে অসাধারণ অভিনয়ের পর অমৃতসরের এই ‘বহিরাগত’ এখন শহরের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ‘সাইয়ারা’  মুক্তির পর অনিত নিজের সংগ্রামের গল্প, সঠিক সুযোগ খুঁজে পাওয়ার লড়াই এবং কীভাবে তিনি অনলাইনে কাস্টিং স্ক্যাম থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন।
 
 
 এক  সাক্ষাৎকারে অনীত জানান, ১৭ বছর বয়সেই তিনি বুঝেছিলেন গ্ল্যামার জগতে প্রবেশের কঠিন বাস্তবতা। ভুয়ো ওয়েবসাইট, অস্বস্তিকর অডিশন, এবং একের পর এক প্রত্যাখ্যান। এই সমস্ত অভিজ্ঞতাই শেষ পর্যন্ত তাঁর বড় ব্রেকের পথ তৈরি করে দেয়। অনিত হাসতে হাসতে জানান, প্রায় প্রতিটি বড় প্রোডাকশন হাউসের কাছেই তাঁর ‘ভয়ানক’ বায়োডাটা আছে, যেখানে স্ন্যাপচ্যাট ফিল্টার দেওয়া ছবি ব্যবহার করা হয়েছে।
 
 
 অনীত জানান, তিনি ১৭ বছর বয়সে কয়েকটি ভুয়ো কাস্টিং কলের ফাঁদে পড়েছিলেন। তিনি বলেন, “আমি গুগলে কিছু সন্দেহজনক ওয়েবসাইটে অডিশনের তথ্য দেখেছিলাম, যা আসলে সম্পূর্ণ প্রতারণা ছিল।”
