আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করে গরম গরম ডায়লগ। প্রোপাগান্ডা ছবি হলেও তাতে নিজের ডুবন্ত কেরিয়ার কিছুটা ভাসিয়ে তুলেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। হলে না চললেও ছবির একাধিক ডায়লগ নিয়ে মিম হয়েছে দেদার। ফলে নেতিবাচক হলেও কিছুটা স্পটলাইট ফিরে পেয়েছিলেন বিবেক। এক লোকসভা ভোট পর করে পরের ভোট আসার আগেই ‘দেশপ্রেম’ শিকেয় তুলে সপরিবার দুবাইতে পারি দিলেন অভিনেতা।
সেখানেই রিয়াল এস্টেটের ব্যবসা শুরু করছেন তিনি। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, ২০১৯ সালে কোভিডের সময় প্রথমবার দুবাইতে বাসা করেন তাঁরা। ভেবেছিলেন বসবাস স্বল্পস্থায়ী হবে। কিন্তু পরিবারের সবাই নাকি এখন সেখানে থাকতেই উৎসুক। তাই পাকাপাকি ভাবে সংযুক্ত আরব আমিরশাহিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুবাইকেই এখন তাঁর ‘নিজের বাড়ি’ বলে মনে হয় বলেও জানিয়েছেন অভিনেতা।
বিবেকের কথায়, “এখানে আপনি সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। কেবল স্থানীয় আইন, স্থানীয় লোকজন এবং রীতিনীতিকে সম্মান করলেই আর কোনও সমস্যা নেই। কোনও রকম দ্বন্দ্ব নেই, আরাম করে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন।” প্রসঙ্গত, বিবেক দুবাইতে ‘বিএনডব্লিউ ডেভলপমেন্ট’ নামের একটি লাক্সারি রিয়াল এস্টেট সংস্থার প্রধান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। তবু কেন দেশ ছেড়ে বিদেশে? বিবেকের স্বদেশ ত্যাগকে ভাল চোখে দেখছেন না অনেকেই। সমালোচকদের প্রশ্ন, অষ্টপ্রহর অন্যদের দেশাত্মবোধের জ্ঞান দিয়ে নিজেই শেষে দেশত্যাগী?
