নিজস্ব সংবাদদাতা: টলিউডে নতুন পরিচালক প্রীতম দত্তর যাত্রার শুরু। মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি 'উগ্র'। ২০১৫ সালে 'বাহুবলী' ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে তাঁর আলাপ হয়। বছর তেরো-চোদ্দর ছেলেটা বুঝে ফেলে একটা সিনেমার গল্পের থেকেও তাঁর ইমোশন বড়। তখন থেকেই ছবি বানানোর ইচ্ছেটা জেদে পরিণত হয়।
প্রীতমের কথায়, "ছোটবেলা থেকেই ভীষণ সিনেমা দেখতাম। নিয়ম করে ভিসিডি, ডিভিডি কিনতাম। বাংলা, হিন্দি, সব ধরনের সিনেমা। কখনও আবার সিনেমার নাম লিখে দিলে বাবাও এনে দিতেন। গল্প লেখা শুরু করেছিলাম ক্লাস ফাইভে পড়ার সময়। এই ছবির বেসিক গল্পটা ওই সময়েই লেখা। তারপর এত বছর কেটে গেছে। সেই গল্পকে আরও ডেভেলপ করেই ছবিটা বানানো। এই ছবিটাল থিম অনুযায়ী ভায়োলেন্স, প্রতিশোধ এইসব বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। সেইজন্য ছবির নামটাই 'উগ্র' রাখা।"
নিজের প্রথম ছবিতে রজতাভ দত্তকে পরিচালনার সুযোগ পেয়ে আপ্লুত প্রীতম বলেন, " বাংলায় 'বিজয়া দশমী' নামে একটা ছবির প্রিমিয়ারে আমার সঙ্গে রজতাভ স্যারের দেখা হয়। আমি সেদিন ওঁকে বলেছিলাম, আমি ছবি বানালে প্রথম ছবিতে আপনাকে নেব। সৌভাগ্যবশত, সেটাই হয়েছে।"
ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে কী বুঝলেন 'উগ্র' পরিচালক? প্রীতম বলেন, "এমনিতে আমাদের এখানকার কলাকুশলীর গুণমান অসাধারণ। কিন্তু কিছু কলাকুশলীর মধ্যে সিরিয়াসনেস কম। আর বাজেটের সমস্যা তো আছেই।"
রজতাভ দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়, জিকো, অরিজিৎ ধীবর, অভিজিৎ সেন, দিহান ও আরও অনেকে। মূলত পুরুষ কেন্দ্রিক ছবি কিন্তু নারী চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে, দাবি পরিচালকের। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন কল্যাণ নাথ, হিল্লোল আচার্য এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। ভৈরব ফিল্ম প্রোডাকশনের এই ছবি মুক্তি পাবে ৪ জুলাই।
