নিজস্ব সংবাদদাতা: শারীরিক নির্যাতন নয়। কোনও কোনও ক্ষেত্রে কথার বিষও যন্ত্রণা দেয় মানুষকে। সেই যন্ত্রণারই গল্প তুলে ধরা হয়েছে 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ 'লজ্জা'তে। মুখ্য চরিত্রে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা সরকার ও অনুজয় চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ 'লজ্জা'। অদিতি রায় পরিচালিত এই সিরিজে ব্যবহার করা হয়েছে এমন কিছু কথা যা বর্তমান যুগের আধুনিক মনুষ্য জাতির কাছে জলভাত। কিন্তু এই কথাই কখনও কখনও যে দাম্পত্য জীবনে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। তারই উদাহরণ হয়ে রয়েছে এই সিরিজ। 


সিরিজ মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে আলোচনা বেড়েছিল। এর দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিলেন দর্শক। সূত্রের খবর, ২০২৫-এর জানুয়ারি মাস থেকেই অদিতি রায় শুটিং শুরু করবেন 'লজ্জা'র দ্বিতীয় সিজনের। নতুন বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে 'লজ্জা ২'। আগের গল্পে দেখানো হয়েছিল আপাত দৃষ্টিতে সুখী দাম্পত্য জীবন জয়ার। বাড়ি, গাড়ি, টাকা, স্বামী, সন্তান, শাশুড়ি-সংসারে সব রয়েছে। নেই শুধু শান্তি। স্বামীর কথা অসহনীয় হয়ে ওঠে জয়ার কাছে। মানসিক ভাবে বিপর্যস্ত জয়ার এই পরিস্থিতিতে পাশে দাঁড়ায় তার এনজিও-সহকর্মী মৌ এবং তার উকিল বন্ধু শৌর্য। কাছের মানুষদের সঙ্গে এই লড়াই কি জিতবে জয়া? তা নিয়েই এগিয়েছিল কাহিনি। 


সূত্রের খবর, এইবার অদিতি রায় গল্প সাজিয়েছেন ইন্দ্রাশিস রায় ও প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে। গল্পে আইনজীবী 'শৌর্য'র চরিত্রে দেখা গিয়েছে ইন্দ্রাশিসকে। এবার আরও জোরালো হতে চলেছে লড়াই। জয়া কি পারবে ঘুরে দাঁড়াতে? যোগ্য বিচার পাবে কি সে? এই উত্তর এবার মিলবে নতুন সিজনে।