সংবাদসংস্থা মুম্বই: একের পর এক বলি তারকাদের দিকে খুনের হুমকি তেড়ে আসায় চিন্তার আবেশ টিনসেল টাউনে। সলমন খানের পর বাবা সিদ্দিকীর ছেলে জিশানকে খুনের হুমকি দেওয়া হয় দাউদ ইব্রাহিমের সংস্থা 'ডি কোম্পানি'র তরফে। এবার এই প্রাণনাশের হুমকির তালিকায় যোগ হল জ্যাকি-পুত্র টাইগার শ্রফের নাম।
 
 মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এক অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয়, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। আততায়ী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে দাবি করেন। জানান, প্রায় ২ লক্ষ টাকার অস্ত্র কিনে খুনের ছক কষা হয়েছে।
প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি আদতে পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। সেই ব্যক্তিই দাবি করেন, তাঁকে নাকি ২ লক্ষ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফ পুত্রের খুনের বরাত দেওয়া হয়েছে। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়ো দাবি করেছেন।
 
 তবে এই ঘটনার জেরে এফআইআর দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। প্রথমে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় মুম্বই পুলিশের তরফে। তারপর ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রের খবর, এরপরই জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে।
