সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছরেই যে আসছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’, নতুন বছরের পয়লা দিনে সেই ঘোষণা সেরেছিলেন স্বয়ং দেব! সঙ্গে প্রকাশও করেছিলেন ছবির একটি ঝাঁ চকচকে টাটকা পোস্টার। দোলের পরপরেই এবার শুরু হল ছবির শুটিং! রবিবার সকালবেলায় এই খবর সমাজমাধ্যমে ঘোষণা করলেন স্বয়ং দেব।
২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। তবে শেষমেশ তা হল। এদিন সমাজমাধ্যমে ছবির শুটিং শুরুর খবর ভাগ করে দেব লিখলেন,
“২০২১ সালে যে স্বপ্নটি আমরা দেখেছিলাম, আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আজ থেকে শুটিং শুরু হল 'রঘু ডাকাত'-এর। এই দিনটি আসা সম্ভব হয়েছে আমার দুই শক্তিশালী স্তম্ভ, শ্রীকান্ত মোহতা এবং মাহেন্দ্র সোনির (SVF)-এর সৌজন্যে। বর্তমানে ইন্ডাস্ট্রির যা পরিস্থিতি সেই অবস্থানে দাঁড়িয়ে প্রতিটি পয়সার গুরুত্ব অপরিসীম, তবুও এই দু'জন সাহসী হয়ে এই মহাকাব্যিক প্রজেক্টটি প্রযোজনা করতে এগিয়ে এসেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যয়কে। যখন 'রঘু ডাকাত' প্রজেক্টটি নিয়ে আমরা আশা হারিয়ে ফেলেছিলাম, একমাত্র তিনি-ই নিজের প্যাশনের প্রতি অবিচল থেকে আমাদের ক্রমাগত আশ্বস্ত করে গিয়েছিলেন যে এই ছবি বাতবায়িত হবেই! সবশেষে, ধন্যবাদ আমার টিমের সকল বিভাগের অধিকর্তাদের, যাঁরা গত ৬ মাস ধরে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং এই প্রজেক্টটিকে পর্দায় আনার ব্যাপারে।
যদি সবকিছু ঠিকঠাক হয়, তবে প্রস্তুত হয়ে যান ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা সিনেমার জন্য! 
 
 ‘রঘু ডাকাত’ শুটিং আজ থেকে শুরু!
 
 আমাদের জন্য প্রার্থনা করবেন।”
উল্লেখ্য, সরস্বতী পুজোর তিথিতে মহরৎ সম্পন্ন হয়েছিলদেব-সোহিনী-অনির্বাণের এই ছবির। এসভিএফ-এর অফিসে আয়োজিত সেই শুভ মহরৎ-এর ছবিও দ্রুত ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। খাদান’-এর সাফল্যের পর নাকি প্রযোজক হিসাবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পুজোয় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, ‘খাদান’-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির।
