নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ রাহুল মজুমদার। বহুদিন ধরেই তাঁর ধারাবাহিকে ফেরার গুঞ্জন চলছে টলিপাড়ায়। কিন্তু ছোটপর্দা নয়, একেবারে বড়পর্দায় অভিষেক হল রাহুলের। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই সুখবর নিজেই জানালেন অভিনেতা।

ছবির নাম 'রেশন কার্ড'। পরিচালনায় জয়ন্ত উপাধ্যায়। গ্রামের ছাপোষা গল্পের উপর তৈরি হয়েছে ছবি। সরল জীবনযাত্রার মধ্যেও যে কত টানাপোড়েন থাকে, সেই গল্পই ফুটে উঠবে ছবি জুড়ে। গ্রামের এক সাধারণ ছেলের ভূমিকায় দেখা যাবে রাহুলকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়। 

সূত্রের খবর, ছবিতে থাকবে একটি আইটেম গান। সেই গানে নাকি পর্দা কাঁপাবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির শুটিং হচ্ছে ঝাড়গ্রামে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাহুলর প্রথম ছবি 'রেশন কার্ড'। 


ছোটপর্দা থেকে অভিনয়ে যাত্রা শুরু করেছেন রাহুল। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শক মহলে পেয়েছেন দারুণ পরিচিতি। এবার বড়পর্দায় প্রশংসা কুড়িয়ে নেওয়ার পালা।