নিজস্ব সংবাদদাতা: আরও একবার হইচই-এ নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। হইচই-এ সিরিজের আকারে আসছে মহালয়া। সেখানেই 'দুর্গতিনাশিনী'র ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনীকে। এই খবর প্রথম প্রকাশ করেছিল আজকাল ডট ইন। এবার প্রকাশ্যে এল 'দুর্গা' রূপে অভিনেত্রীর প্রথম ঝলক।

 

এযাবৎকাল মহালয়ার সকাল মানেই চ্যানেল চ্যানেলে তারকাখচিত অসুরবধের শো। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের মোড়কে আসছে মহালয়া। হইচই-এর 'দুর্গা' রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। পরিচালনায় সায়ন্তন মুখোপাধ্যায়। সিরিজে মা দুর্গার গাঁথা দেখানো হবে বলেই খবর। ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালে হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে 'মহিষাসুরমর্দিনী'। 

 

 

 

সিনেমা থেকে সিরিজ এমনকী ছোট ছবিতেও অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। প্রেম থেকে থ্রিলার ঘরানার গল্পে দর্শক দেখেছেন রাজনন্দিনীকে।

 

ওয়েব প্ল্যাটফর্ম হইচই-এ তাঁর অভিনীত সিরিজ 'সম্পূর্ণা' এবং তার সিক্যুয়েল পছন্দ করেছেন নায়িকার অনুরাগী থেকে সমালোচকরাও। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তাঁর গোয়েন্দা সিরিজ 'মিস্টার কলকেতা'ও মনে ধরেছিল দর্শকের।

প্রসঙ্গত, অভিনয় থেকে নাচ, মা ইন্দ্রানী দত্ত-এর সঙ্গে আলোচনা না করে কোনও সিদ্ধান্ত নেননা রাজনন্দিনী। নিজেই সেই কথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। তাঁর কথায়, কোন চরিত্রে অভিনয় করলে নতুন কিছু শেখা যাবে। কোন কাজটা এইসময় করা প্রাসঙ্গিক, সবকিছুর তালিম মা ইন্দ্রানী দত্তের থেকেই পান রাজনন্দিনী। এবার 'দুর্গা' রূপে অভিনেত্রীকে দেখার জন্য উৎসাহিত দর্শকমহল।