সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে নতুন ইতিহাস গড়তে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। অবশেষে মুক্তি পেল এই বহু প্রতীক্ষিত সিনেমার প্রথম ঝলক, আর তাতেই নেটদুনিয়ায় তোলপাড়! ঝলকের একেবারে শেষভাগে দেখা গেল রণবীর কপূরের রাম এবং যশের রাবণরূপ—আর সেই এক ঝলকেই নেমে এল শিউরে ওঠা চমক।

 

“এই গল্পটা আমাদের, এই সত্যটাও!” - এই ট্যাগলাইনেই শুরু মহাযাত্রা। তিন মিনিটের টিজার। অবশ্য প্রথম লুকের এই ভিডিওতে স্রেফ এক-দু'পশলা দৃশ্য রয়েছে মূল সিনেমা থেকে—তবু চোখ টানল প্রত্যেকটা মুহূর্ত। শুরুতেই দেখা গেল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পরিচয়, তারপরে ধাপে ধাপে তৈরি হল সেই চিরন্তন দ্বন্দ্ব—রাম বনাম রাবণ। বলা হয়েছে, “সব যুদ্ধ শেষের জন্য মহাযুদ্ধ”। আর এই মহাকাব্যের সাউন্ডস্কেপ সাজিয়েছেন অস্কারজয়ী দুই কিংবদন্তি—হ্যান্স জিমার এবং এ আর রহমান। বলার অপেক্ষা রাখে না, এ এক বিশ্বমানের উপস্থাপনা।

 

রণবীর প্রথমবার রামের চরিত্রে— ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার পর চ্যালেঞ্জ অনেক। ‘অ্যানিম্যাল’-এর পর এবার একেবারে বিপরীত মেজাজে রণবীর। এবার রামচন্দ্রের চরিত্রে। এর আগে প্রভাস ‘আদিপুরুষ’ ছবিতে এই ভূমিকায় ছিলেন, কিন্তু দর্শকের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছিলেন। তাই রণবীরের এই অবতারে দর্শকের প্রত্যাশা বহুগুণে বেড়েছে। ভিএফএক্সে তাঁকে ধুতি, নীলচে আভায় মুখ—ঝলকের শেষ ১৫ সেকেন্ড ইতিমধ্যেই হয়ে উঠেছে ভাইরাল। কারণ সেই সময়টুকুতেই বনবাসী রামচন্দ্রের লুকে ধরা দিয়েছেন রণবীর! আর স্রেফ এক ঝলকের জন্য হাজির হয়েছেন ছদ্মবেশী রাবণ অর্থাৎ যশ-ও। 

 

 

ছবিতে সীতা হয়েছেন  সাই পল্লবী—‘রামায়ণ’-এই হতে পারে হিন্দি দর্শকের কাছে তাঁর পরিচয়পর্ব। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেত্রী সাই পল্লবী। ‘রামায়ণ’ তাঁর বলিউড কেরিয়ারের সবচেয়ে বড় মোড় হতে চলেছে বলেই মত ইন্ডাস্ট্রির।‘কেজিএফ’ খ্যাত যশ রাবণের চরিত্রে শুধু অভিনয়ই করছেন না, তিনি এই সিনেমার সহ-প্রযোজকও। এক  সাক্ষাৎকারে যশ স্পষ্ট বলেন—“রাবণ অসাধারণ এক চরিত্র। অন্য কিছু হলে করতামই না। চরিত্রটিতে এতে অজস্র স্তর, অন্ধকার, জেদ, এবং এক গভীর ব্যাখ্যা আছে। পর্দায় এই চরিত্রকে অন্যভাবে তুলে ধরার অনেক সুযোগ আছে।” যশের এই বক্তব্যেই স্পষ্ট, ‘রাবণ’ তাঁর কাছে কোনও খলচরিত্র নন, বরং সবচেয়ে জটিল চরিত্র। আর সেটাকেই তুলে ধরতে প্রস্তুত তিনি।

 

 

এই ছবিতে আছেন আরও চমক—সানি দেওল-কে দেখা যাবে হনুমানের ভূমিকায়, রবি দুবে-কে লক্ষ্মণ। সঙ্গে রয়েছেন রকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, এমনকি অরুণ গোভিল—যাঁকে আটের দশকের ‘রামায়ণ’ ধারাবাহিকের রূপে এখনও মনে রেখেছেন দর্শক।

 

 

খবর, ‘রামায়ণ’ ছবির বাজেট নাকি ৮৩৫ কোটি টাকা। অর্থাৎ এটি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে খরচসাপেক্ষ ছবি। ‘আদিপুরুষ’ বানানো হয়েছিল ৫০০ কোটি টাকাতে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ৬০০ কোটিতে। সেই নিরিখে ‘রামায়ণ’ এগিয়ে গেল এক লাফে—এবং এই বাজেটই প্রমাণ করছে, এই ছবি শুধু ভারত নয়, বিশ্বমঞ্চেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।

 

মুক্তির পরিকল্পনা দুই পর্বে— দীপাবলি ২০২৬ ও ২০২৭। চূড়ান্ত মুক্তির তারিখ এখনও জানানো না হলেও, সিনেমা-ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এটি হবে দুই পর্বে বিভক্ত। প্রথমটি আসবে দীপাবলি ২০২৬-এ, দ্বিতীয়টি ২০২৭-এর দীপাবলিতে। যাকে বলে, একেবারে ‘পারফেক্ট ফেস্টিভ্যাল রিলিজ স্ট্র্যাটেজি’।

 

নির্মাতাদের মতে, ‘রামায়ণ’ শুধুই সিনেমা নয়, এক সাংস্কৃতিক পুনর্নির্মাণ। দর্শক যেমন ভিজ্যুয়াল বিস্ময় চান, তেমনই চান গভীর আবেগ ও চরিত্রনির্মাণ— নীতেশ তিওয়ারির এই প্রজেক্ট হয়তো ঠিক সেই যোগসূত্র গড়ে তুলতেই প্রস্তুত।