নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় জোর গুঞ্জন দুই নায়ক-নায়িকার প্রেম নিয়ে। বহুদিন ধরেই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তির প্রেম নেটিজেনদের চর্চায় রয়েছে। স্টার জলসার 'গুড্ডি' ধারাবাহিক থেকে অনস্ক্রিন এবং অফস্ক্রিন দু'ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে ওঠেন রণজয়-শ্যামৌপ্তির জুটি। তাঁদের প্রেমের খবরও শোনা যায় সেই সময়। যদিও আজও সেই কথা স্বীকার করেননি কেউই।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁদের উদ্যেশ্য করে যখন অনুরাগীরা ছবি পোস্ট করেন, তখন তা নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করতে ভোলেন না। সরাসরি না বললেও একে অপরের প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তা বোঝাই যায়। কিছুদিন আগে দুর্গাপুজোয় একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁদের। সেই থেকেই আরও বেড়েছিল এই জুটির প্রেমের জল্পনা। এবার শ্যামৌপ্তির জন্মদিনে রণজয়ের পোস্ট উস্কে দিল প্রেমের গুঞ্জন।
সোশ্যাল মিডিয়ায় 'গুড্ডি'র শুটিং সেটের কিছু অদেখা ঝলক এদিন ভাগ করে নিতে দেখা গেল রণজয়কে। পোস্টে উঠে এল অনস্ক্রিন শটের মুহূর্তের সঙ্গে অফস্ক্রিন খুনসুটিও। ওই পোস্টের ক্যাপশনে রণজয় লেখেন, 'শুভ জন্মদিন। ভাল থাক, অনেক কাজ কর। ভগবান তোর মঙ্গল করুন।'
রণজয়ের এই পোস্টে তাঁদের জুটিকে ফের একবার দেখে স্মৃতির পাতায় ডুব দিলেন অনুরাগীরাও। পোস্ট দেখে বোঝাই যাচ্ছে বিশেষ বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে ফিরে পেতে চাইছেন তিনি। এখন একই চ্যানেলে কাজ করলেও ভিন্ন ধারাবাহিকের নায়ক-নায়িকার সঙ্গেই কাটান বেশিরভাগ সময়টাই। তাও হাতে একটু ছুটি সময় পেলেই একসঙ্গে নিজেদের মতো সময় কাটান তাঁরা।
