সংবাদসংস্থা মুম্বই: আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর'-এর শুটিং করছেন রণবীর সিং। এই ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে। চলতি বছরের শেষে কিংবা ২০২৬-এর শুরুতে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু এর মাঝেই ফের নতুন ছবির পরিকল্পনায় রণবীর।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক জয় মেহতার সঙ্গে হাত মেলাতে চলেছেন রণবীর। এবার নাকি 'জম্বি' হয়ে ভয় দেখাবেন অনুরাগীদের। জানা যাচ্ছে, ভৌতিক ঘরানার ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর। এই ছবিটি তাঁরই প্রযোজনা সংস্থা 'মা কসম ফিল্মস'-এর ব্যানারে আসতে চলেছে।
একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির পরিকল্পনা তাই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নাম বা চরিত্রাভিনেতা। এর আগে বিভিন্ন চরিত্রে দর্শকের মন কাড়লেও এই প্রথমবার 'জম্বি' হবেন রণবীর। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জয় মেহতাকে চিত্রনাট্য তৈরির দায়িত্ব দিয়েছেন রণবীর। আশা করা যাচ্ছে চলতি বছরের শেষেই চিত্রনাট্যের কাজ শেষ হবে। ছবির চিত্রনাট্য তৈরিতে নাকি থাকছে রণবীরের সংযোজন। সবকিছু ঠিক থাকলে অভিনেতার আগামী ছবি 'ডন ৩'-এর শুটিং শেষ করেই শুরু করবেন এই ভৌতিক ছবির শুটিং।
