নিজস্ব সংবাদদাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ যত বাড়ছে, তার থেকেও বেশি আলোচনা চলছে ধারাবাহিকের জনপ্রিয় জুটি রিয়াজ লস্কর এবং সুরভি মল্লিক-কে ঘিরে। পর্দায় রোম্যান্স থাকুক বা না থাকুক, বাস্তবে যে কিছু একটা চলছে, এমনটাই মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে তাঁদের একসঙ্গে সময় কাটানোর নানা ছবি, রিল ও পোস্টে। কিন্তু... সত্যিই কি প্রেম করছেন এই দুই তারকা? শেষমেশ প্রথমবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন রিয়াজ লস্কর নিজেই।

 

 “হাসতে হাসতে আমরা পোস্টগুলো একে অপরকে পাঠাই!” — বললেন রিয়াজ। রিয়াজের কথায়, “আমি আর সুরভি একে অপরের খুব ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে আমরা নিজেরাই একে অপরকে শেয়ার করি আর হাসি! শুধু সুরভি নয়, উদয়, অনামিকা—আমরা সবাই মিলে খুব ভাল সময় কাটাই। কাজের সূত্রে আমরা কাছাকাছি এসেছি, কিন্তু বন্ধুত্বটা একেবারে খাঁটি। প্রেম? না রে ভাই, কিছুই না!”


রিয়াজ আরও বলেন, “দর্শক ভাবতেই পারেন, কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। কাজ করতে করতে যে সংযোগ তৈরি হয়, সেটা নিয়েই আমরা খুশি। কিছু কিছু বন্ধুত্ব থাকে, কিছু থাকে না… কিন্তু আমি বিশ্বাস করি, সুরভির সঙ্গে আমার বন্ধুত্বটা থাকবে অনেকদিন।”

 
‘পরিণীতা’ ধারাবাহিকে পারুল-রায়ানের প্রেম যেমন দর্শকদের হৃদয় জয় করেছে, তেমনই শিরিন-মল্লারের বন্ধুত্বেও দর্শক মুগ্ধ।