'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ তাঁকে অন্যভাবে চিনেছিলেন দর্শক। তিনি অভিনেতা ঋত্বিক ভৌমিক। 'বন্দিশ ব্যান্ডিটস’-এ অভিনয়ের মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাঁর অভিনীত ‘সাগর’ তরঙ্গ তুলেছিল মহিলা অনুরাগীদের মনে। সেই ঋত্বিক ভৌমিক এবার বাংলা ছবিতে ডেবিউ করতে চলেছেন। রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ ছবিতে শাশ্বত-কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের বিপরীতে থাকছেন তিনি।
ইতিমধ্যেই ছবির শুটিং শেষ। পাহাড় থেকে শহরতলীতে হয়েছে শুটিং। টলিউডের নতুন হিরো হিসেবে দর্শক পেতে চলেছেন ঋত্বিককে। এদিকে, বলিউডেও এবার বড়পর্দায় দেখা যেতে চলেছে অভিনেতাকে। প্রকাশ্যে এল সেই ছবির নামও!
ছবির নাম 'অভূতপূর্ব'। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে সাত জন হিরোর সঙ্গে দেখা যাবে ঋত্বিককে। থাকছেন এক নায়িকাও। ১৯৯০-এর দশকে আগ্রার প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবিটি। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে ঋত্বিক ছাড়াও যাঁরা অভিনয় করবেন তাঁরা নাকি দর্শকের জন্য বিরাট চমক নিয়ে আসবেন, খবর এমনটাই। প্রেমে ব্যথা, প্রতারণা আর ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আসছে এই ছবি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Not Out Entertainment (@notoutentertain)
খ্যাতি মদনের প্রযোজনা সংস্থা নট আউট এন্টারটেনমেন্ট এবং সুমিত কুমার মিশ্রর যৌথ প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের শেষে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে ছবির শুটিং।
এক্ষেত্রে, বলাই যায় যে আবারও একবার ঋত্বিককে দর্শক পেতে চলেছেন একেবারে ভিন্ন অবতারে। রানাঘাটের ছেলে ঋত্বিক দু'চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে টিনসেল টাউনে পাড়ি দিয়েছিলেন। শুরুতে বেশকিছুটা পথে চড়াই-উতরাই থাকলেও নিজের লক্ষ্যে স্থির থেকেছেন তিনি। টলিউডের পর এবার বলিউডের নায়ক হয়ে দর্শকের মন কাড়তে প্রস্তুত অভিনেতা।
প্রসঙ্গত, 'মন মানে না’-র মাধ্যমেই টলিপাড়ায় পা রাখতে চলেছেন শাশ্বত-কন্যা হিয়া। চলতি বছরের নভেম্বরে মুক্তি পাবে সেই ছবি। তবে চমকের শেষ এখানেই নয়! এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়!
‘মন মানে না’ ছবিতে পাহাড়ের কোলজুড়ে থাকা একটি কনভেন্ট স্কুলের ডিন-এর ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আপাত গম্ভীর হলেও ছাত্র-ছাত্রী অন্তঃপ্রাণ তাঁর। ছবিতে একটি দৃশ্যে হিয়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন শাশ্বত! সেই দৃশ্যে হিয়া অভিনীত চরিত্রের দুষ্টুমির জন্য তাঁকে ছোট্ট করে বকা দেওয়ার পাশাপাশি অল্প কথায় জীবনের পাঠও দিতে দেখা যাবে শাশ্বতকে।
ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, প্রীতি সরকার প্রমুখ। ছবির সিনেম্যাটোগ্রাফারের দায়িত্ব সামলেছেন মধুরা পালিত। ছবির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু। গত মে-জুন মাস জুড়ে কলকাতা এবং দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশন জুড়ে চলেছে ‘মন মানে না’র শুটিং।