'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ তাঁকে অন্যভাবে চিনেছিলেন দর্শক। তিনি অভিনেতা ঋত্বিক ভৌমিক। 'বন্দিশ ব‌্যান্ডিটস’-এ অভিনয়ের মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাঁর অভিনীত ‘সাগর’ তরঙ্গ তুলেছিল মহিলা অনুরাগীদের মনে। সেই ঋত্বিক ভৌমিক এবার বাংলা ছবিতে ডেবিউ করতে চলেছেন। রাহুল মুখোপাধ‌্যায়ের ‘মন মানে না’ ছবিতে শাশ্বত-কন‌্যা হিয়া চট্টোপাধ‌্যায়ের বিপরীতে থাকছেন তিনি। 

 

 

ইতিমধ্যেই ছবির শুটিং শেষ। পাহাড় থেকে শহরতলীতে হয়েছে শুটিং। টলিউডের নতুন হিরো হিসেবে দর্শক পেতে চলেছেন ঋত্বিককে। এদিকে, বলিউডেও এবার বড়পর্দায় দেখা যেতে চলেছে অভিনেতাকে। প্রকাশ্যে এল সেই ছবির নামও!

 


ছবির নাম 'অভূতপূর্ব'। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে সাত জন হিরোর সঙ্গে দেখা যাবে ঋত্বিককে। থাকছেন এক নায়িকাও। ১৯৯০-এর দশকে আগ্রার প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবিটি। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে ঋত্বিক ছাড়াও যাঁরা অভিনয় করবেন তাঁরা নাকি দর্শকের জন্য বিরাট চমক নিয়ে আসবেন, খবর এমনটাই। প্রেমে ব্যথা, প্রতারণা আর ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আসছে এই ছবি। 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Not Out Entertainment (@notoutentertain)