সংবাদসংস্থা মুম্বই: বরাবরই স্পষ্টবাদী বলে পরিচিত সলমন খান। অন্যদিকে, কঙ্গনা রানাওয়াতের নানা মন্তব্য মাঝেমধ্যেই ভাইরাল হয় নেটমাধ্যমে। বলিউডের 'ভাইজান'-এর এই স্বজনপোষণ নিয়েই একসময় মন্তব্য করে রীতিমতো বিতর্ক তৈরি করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এবার একই বিষয়ে মন্তব্য করে অভিনেত্রীকে ব্যঙ্গ করলেন সলমন।
সলমন তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’- এর প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। সম্প্রতি, মুম্বইয়ের একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভাইজান। আগামী ছবি থেকে প্রাণনাশের হুমকি, সবকিছু নিয়েই কথা বলেন তিনি। কথা বলেন স্বজনপোষণ বিতর্ক নিয়েও।
ভাইজান বলেন, "এই পৃথিবীতে কোনও কাজ একা করা যায় না, সব কাজই দলবদ্ধভাবে করতে হয়। আমার বাবা যদি ইন্দোর থেকে মুম্বইয়ে না আসতেন, তাহলে আমি বা আমার গোটা পরিবার এখন কৃষিকাজ করত। বাবা ওই সিদ্ধান্ত না নিলে আমরা কখনও এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না।"
সলমন বলেন, "আমার বাবা যদি চিরকাল কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকতেন, তাহলে আমাদের জীবন খুব সাধারণ হত। আমার বাবা মুম্বই এসেছেন, ছবিতে কাজ করেছেন। আগামী প্রজন্ম সেই কাজ এড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে যেমন স্বজনপোষণ কিন্তু ব্যাপারটা তা নয়।"
এরপরই সাংবাদিকরা রবিনা ট্যান্ডনের মেয়ের বলিউড ডেবিউ প্রসঙ্গে ভাইজানকে জিজ্ঞেস করেন। তবে সলমন রবিনার পরিবর্তে কঙ্গনার নাম শুনতে পান। সাংবাদিকরা অবশ্য শুধরে দিতে চাইলেও ভাইজান সপাটে মন্তব্য করে বসেন, "কঙ্গনার মেয়ে হলে হয়তো সে সিনেমায় কাজ করবে, নয়তো রাজনীতিতে যোগ দেবে। সেটাও তো স্বজনপোষণ। আর নয়তো কঙ্গনার সন্তানকে অন্য কোনও পেশায় যোগ দিতে হবে।"
