নিজস্ব সংবাদদাতা: 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'তে জুটি বেঁধেছিলেন সত্যম ভট্টাচার্য ও রোশনি ভট্টাচার্য। আরও একবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'-র নতুন সিরিজে জুটি বাঁধছেন সত্যম-রোশনি‌। ভিক ও শাহিন আখতারের পরিচালনায় আসছে 'ধর্ম সংকট'। 

 

 

 

গল্পে সহজ-সরল ছেলে সৌভিকের হঠাৎ দেখা হয় স্বাধীনচেতা মৌ-এর সঙ্গে।‌ ঘটনাচক্রে সৌভিক জানতে পারে, সেই মেয়েটাই অফিসে সদ্য আসা ইন্টার্ন, আর তাকেই বস সৌভিকের টিমে দিয়ে দিয়েছে। মৌ ধীরে ধীরে সৌভিকের সরলতা, হৃদয়বান চরিত্র দেখে তাকে ভালবেসে ফেলে।

 

 

 

তাদের প্রেম যখন মধ্যগগনে তখনই বাস্তবতার ঝড় নামে দু'জনের জীবনে। সৌভিক জানতে পারে, মৌ ইসলাম ধর্মের মেয়ে। আর সৌভিকের পরিবার, বিশেষত তার কৃষ্ণভক্ত ব্রাহ্মণ মা, ইসলামীদের থেকে শতহস্ত দূরে থাকেন, তিনি কোনওভাবেই এই সম্পর্ক মেনে নেবেন না। অন্যদিকে, আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী মৌ-ও তার পরিবারকে বোঝাতে ব্যর্থ হয় যে সে একজন হিন্দু ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করতে চায়।

 

 

 

এই অবস্থায় শুরু হয় ধর্ম, সমাজের এবং পরিবারের বিরুদ্ধে তাদের লড়াই। তবুও, প্রশ্ন থেকেই যায়-প্রেম কি সব বাধা পেরিয়ে জিতবে?নাকি ধর্মসঙ্কট তাদের চিরতরে আলাদা করে দেবে?

 

 

 

এই সিরিজের মুখ্য চরিত্রে সত্যম ও রোশনি থাকলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মুখোপাধ্যায়, সুমন বসু ও দীপক হালদারকে। সিরিজের শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। চলতি বছরের মাঝামাঝি সময়ে 'ফ্রাইডে'তে মুক্তি পাবে 'ধর্ম সংকট'।