নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন 'সারেগামাপা' খ্যাত সৌম্য চক্রবর্তী। বিয়ের দেড় বছর সম্পূর্ণ হওয়ার আগেই বাবা হলেন সৌম্য। সমাজমাধ্যমে এই সুখবর নিজেই দেন গায়ক। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী ঋত্বিকা চক্রবর্তী। প্রথম বিয়ে নিয়ে সৌম্যর খুব একটা সুখকর স্মৃতি না থাকলেও ঋত্বিকার সঙ্গে সুখের সংসার করছেন গায়ক।
 
 সৌম্য ও ঋত্বিকা বহু বছরের বন্ধু, অত্যন্ত কঠিন সময় সৌম্যর পাশে দাঁড়ান ঋত্বিকা। বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু। এরপর চারহাত এক করেন সৌম্য-ঋত্বিকা। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর আগেই দিয়েছিলেন সৌম্য। এবার সমাজমাধ্যমে ঘরে সরস্বতী আসার সুখবর দিলেন নিজেই। 
বাবা হওয়ার পর দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে, তা আসলে উপভোগ করছেন সৌম্য। কিছুদিন আগেই পরিবারের কাছের মানুষদের নিয়ে স্ত্রীর সাধের অনুষ্ঠান করেন সৌম্য। সেই ছবি ভাগ করার পরের দিনই সুখবর দেন কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলেও জানান।
 
 বিয়ের পরও খুব ভাল বন্ধু হয়ে রয়েছেন সৌম্য-ঋত্বিকা। তাঁদের জীবনে নতুন অতিথি আসায় অবশেষে সংসার সম্পূর্ণ হল। কাজের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনে অনেকটা বেশি সময় দিতে হবে গায়ককে, তার জন্য তৈরি তিনি। তবে মেয়ের কী নাম রাখলেন তা এখনও জানাননি।
