মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই। তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা।
জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এরকম কিছু মাইক্রো সিরিজ। যার মধ্যে নয়া সংযোজন 'লক্ষ্মী পেল লটারি'। এই মাইক্রো সিরিজটি ৬০টি এপিসোডে দেখা যাবে। পরিচালনায় অভ্রজিৎ সেন। চিত্রনাট্য লিখেছেন সৌর্য দেব। এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন সোমরাজ মাইতি, দীপান্বিতা রক্ষিত, প্রসূন সাহা ও জিৎ সুন্দর চক্রবর্তী।
আরও পড়ুন: কীভাবে 'অপর্ণা'কে প্রেম নিবেদন করবে 'আর্য'? ভাইরাল দু'জনের রোমান্টিক মুহূর্ত
কলকাতার বিভিন্ন এলাকায় হয়েছে এই সিরিজের শুটিং। এই মাইক্রো সিরিজের গল্পের প্রতি পর্বে থাকবে টুইস্ট। গল্পের নায়িকা 'লক্ষ্মী'র চরিত্রে দীপান্বিতা। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারে জন্ম তার। অভাবের সংসারে সে একাই সবকিছুর দায়িত্ব সামলাচ্ছে। ভাইকে নিয়েই থাকে সে। লক্ষ্মীর ভাই-এর চরিত্রে জিৎ। এদিকে, একদিন পরিচারিকার কাজ সেরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল লক্ষ্মী। তখন একজনের সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে তার। সঙ্গে সঙ্গে ভাগ্য যেন পুরো ঘুরে যায় লক্ষ্মীর।
কারণ, ওই লোকটির সঙ্গে ছিল একটা লটারির টিকিট। আর লক্ষ্মীর সঙ্গে ধাক্কা লেগে সেই টিকিটটি পড়ে যায় মাটিতে। সঙ্গে সঙ্গে টিকিটটি তুলে নেয় লক্ষ্মী। আর ভাগ্যের ফেরে বিরাট অঙ্কের টাকা জিতে যায় সে এই লটারিতে। ব্যাস! ভাগ্যের ফেরে রাতারাতি সবকিছু বদলে যায় তার। কিন্তু সুখ? সুখের মুখ তো দেখতে পায় না সে।

এদিকে, ঘটনাচক্রে তার সঙ্গে দেখা হয় সোমরাজের চরিত্রটির। কিন্তু সেখানেও টুইস্ট আসে। গল্পে এন্ট্রি নেয় প্রসূনের চরিত্র। সব খেলা ঘুরিয়ে দেয় সে। গল্পের মোড়ে থাকবে বিরাট চমক। কোন খাতে এগোবে লক্ষ্মীর ভাগ্য উত্তর মিলবে এই মাইক্রো সিরিজের গল্পে।
 
 দীপান্বিতাকে দর্শক টেলিভিশনের পর্দায় বিভিন্ন চরিত্রে দেখেছেন। সম্প্রতি তাঁকে 'ক্লিক'-এর একটি ওয়েব সিরিজেও দেখা যাবে। এদিকে, সোমরাজ টেলিভিশনের পরিচিত মুখ হলেও ছবি থেকে সিরিজের জগতেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এবার আরও একবার জি বাংলার নতুন ধারাবাহিকে অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে জুটি বাঁধছেন সোমরাজ। অন্যদিকে, বহু বছর ধরে টলিউড এমনকী বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রসূন সাহা। বরাবরই তাঁর অভিনীত ছক ভাঙা চরিত্ররা জায়গা পেয়েছে দর্শকের মনে। এবারও তার অন্যথা হবে না বলেই আশা করছেন অভিনেতা।
 
 প্রসঙ্গত, এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেতা, পরিচালক সৌরভ চক্রবর্তী। তাঁর প্রযোজনা সংস্থা 'ট্রিকস্টার প্রোডাকশন হাউজ'-এর ব্যানারে আসছে এই মাইক্রো সিরিজটি।সৌরভের পরিচালনায় ও প্রযোজনায় পর্দায় ফুটে উঠেছে এক অন্যরকম প্রেমের গল্প। মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস ও রূপসা চট্টোপাধ্যায়। এই মাইক্রো সিরিজের নাম 'ছায়াসঙ্গী'। এই সিরিজ মুক্তি পর থেকেই তা সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। মাইক্রো সিরিজে শ্রুতি দাসের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে। এটিও দেখা যাচ্ছে জি ফাইভ ও বুলেট অ্যাপে।
