নিজস্ব সংবাদদাতা: সাহিত্যের গল্প হোক কিংবা ছোটগল্প, ছবি তৈরির আদর্শ উপকরণ হয়ে উঠেছে বহু যুগ ধরে। বইয়ের পাতা থেকে সোজা ছবির পর্দায় ফুটে ওঠে চরিত্ররা। জীবন্ত হয়ে ওঠে পাঠকের কল্পনা। সেই রকমই এক গল্প বলতে আসছেন পরিচালক কৃষ্ণেন্দু করার। 

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প 'রেকর্ড'-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য। যদিও বদল এসেছে প্রেক্ষাপটে। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় ও শোলাঙ্কি রায়কে। এই স্বল্পদৈর্ঘ্যের ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা।

ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। সমাজমাধ্যমে শুটিংয়ের প্রথমদিনের ঝলক ভাগ করে নিয়েছেন সৌম্য-শোলাঙ্কি। সাদা-কালো ছবিতে স্পষ্ট নস্টালজিয়া। 

প্রসঙ্গত, ছোটপর্দার হাত ধরে অভিনয়ে যাত্রা শুরু করলেও দর্শক মহলে সৌম্য-শোলাঙ্কি পেয়েছেন বিপুল পরিচিতি। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ওটিটি, বড়পর্দায় চুটিয়ে কাজ করছেন দু'জন। দু'জনেরই হাতে রয়েছে একগুচ্ছ ছবি। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটির মাধ্যমে ফুটে উঠবে দর্শকের নস্টালজিয়া, এমনটাই দাবি নির্মাতাদের।