নিজস্ব সংবাদদাতা: বাবা মানে কারওর কাছে ভয়ের আরেক নাম, কারওর কাছে আবার শান্তির আশ্রয়। সন্তানের চোখে 'বাবারা সব পারে..।' 'সুপারম্যান' বাবাদের নিয়ে আন্তর্জাতিক পিতৃ দিবসে কী বলছেন টলি নায়িকারা?
অভিনেত্রী মানালি দে মাকে হারিয়েছেন বহু বছর আগে। বাবাই তাঁর এখন একমাত্র অভিভাবক। আলাদা করে তাই 'ফাদার্স ডে' পালন করেন না মানালি, কারণ তাঁর প্রতিটি দিনই বাবার। মানালির কথায়, "ছোটবেলায় বাবাকে একটু ভয় পেতাম ঠিকই, কিন্তু কোনওদিন গায়ে হাত তোলেনি বাবা। একটু বকলেই আমি একদম চুপ করে যেতাম। এখন এই ছবিটাই উল্টে গিয়েছে। আমি বকা দিই এখন বাবাকে। আসলে বয়স বেড়েছে বলে বাবা এখন ছোটদের মতো হয়ে গিয়েছে। এখনও বাবাকে এসে সব কথা আগে বলি। মায়ের অভাবটা বাবা কখনও বুঝতে দেয়নি। আগলে রেখেছে আমায়।"
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বরাবরই পরিবারকে আগলে থাকেন। বিয়ের কার্ডেও বাবা-মার ছবি রেখেছিলেন অভিনেত্রী। ছোট থেকে অনেক কষ্ট করে অভাবের সংসার সামলেছেন শ্বেতার বাবা। তাই এখন যতটুকু সম্ভব, বাবাকে ভাল রাখার চেষ্টায় থাকেন নায়িকা। এই বিশেষ দিনে শ্বেতা বলেন, "বাবাকে এক সময় খুব কষ্ট করতে দেখেছি, কিন্তু তখন কিছু করতে পারিনি। বড় হয়ে শুধু বাবা-মাকে যতটা পেরেছি ভাল রাখার চেষ্টাই করে গিয়েছি। বাবা এখনও বট গাছের মতো আমাদের আগলে রেখেছে। সেভাবে হয়তো বলতে পারা যায় না, তবে বাবাকে বড্ড ভালবাসি।"
