নিজস্ব সংবাদদাতা: 'ফেলুবক্সী'- নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ অন্যরকমের  গোয়েন্দা। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমণি। ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। পরিচালনায় দেবরাজ সিনহা।ছবির চিত্রনাট্য লিখেছেন ড.কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। 

 

প্রথমবার এক পর্দায় একসঙ্গে কাজ করবেন সোহম, মধুমিতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালবাসে আর ভালবাসে অপরাধের সমাধান করতে। ছবিতে রেডিও জকি 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। যার মনে ফেলুবক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। পরীমণির চরিত্রের নাম 'লাবণ্য', রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারকে। 

 

প্রকাশ্যে এল ছবির টিজার। মুখোপাধ্যায় বাড়ির লোকজন ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। অনিমেষ মুখোপাধ্যায় তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। এরপর দেবযানীর সঙ্গে তদন্ত  শুরু করে সে। এদিকে তিন-তিনটি আরও খুনের পর তারা বুঝতে পারে, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে রয়েছে এক বিরাট বড় চক্র। একদিকে লাবণ্য, মুখোপাধ্যায়বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্যদিকে মেঘনাদ চট্টোপাধ্যায়, এক জন বিরাট শিল্পপতি যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তা কীভাবে কেটে বেরোতে পারে, তা নিয়েই এগোবে 'ফেলুবক্সী'।

 

টিজারে টানটান উত্তেজনা আর সোহমের অ্যাকশন বেশ নজরকাড়া। প্রথমবার গোয়েন্দা চরিত্রে কতটা দর্শকের মন জয় করতে পারেন তিনি, সেটাই দেখার। ২০২৫-এর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।