নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা, ওপার বাংলার মিশেলে এক অন্যধারার গল্প ফুটে উঠছে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য়। পর্দায় 'রোদ্দুর'
আর 'ময়না'র খুনসুটিতে ভরা গল্প দারুণ জমে উঠেছে।
এবার এল মহাপর্ব। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হল 'পুবের ময়না'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, পরিস্থিতির চাপে 'ময়না'কে বিয়ে করতে রাজি হয় 'রোদ্দুর'। মায়ের কথা ফেলতে না পারায় 'ময়না'র সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে সে। কিন্তু বিয়ে করলেও মন থেকে স্ত্রী হিসেবে 'ময়না'কে মেনে নিতে পারেনি 'রোদ্দুর'।
এদিকে বাড়ির সবাই তাদের ফুলসজ্জার আয়োজন করে। কারওর মনে কষ্ট দেবে না ঠিক করে 'রোদ্দুর'। তাই হাসিমুখে ফুলসজ্জার ঘরে ঢোকে সে। কিন্তু সেখানে এসে দেখে 'ময়না' তার জন্য উপহার নিয়ে দাঁড়িয়ে আছে। 'রোদ্দুর' ঘরে ঢুকতেই 'ময়না' বাঙাল ভাষায় বলে, "আপনার সঙ্গে তো আমার ঝগড়ার সম্পর্ক। তাই উপহার হিসেবে রূমাল দিলাম।"
অন্যদিকে 'রোদ্দুর', 'ময়না'র হাতে তুলে দেয় বাক্সে মোড়া উপহার। দেখে অবাক হয় 'ময়না'। কিন্তু বাক্স খুলতেই দেখে, বিয়ের রাতেই ডিভোর্স পেপার উপহার হিসেবে দিয়েছে 'রোদ্দুর'। হঠাৎই এরকম হবে আশা করেনি 'ময়না'। তাই চোখের জলে সে 'রোদ্দুর'কে জানায়, খুব তাড়াতাড়ি তাকে বাঁধন মুক্ত করে দেবে সে। এই বাড়ি ছেড়েও চলে যাবে বলে কথা দেয়।
কী হবে এরপর? 'রোদ্দুর'-'ময়না'র সম্পর্ক তৈরির আগেই কি ভেঙে যাবে? নাকি নতুন কোনও মোড় আসবে ধারাবাহিকে? উত্তর মিলবে আগামী পর্বে।
প্রসঙ্গত, টিআরপি তালিকায় তেমনভাবে নিজের জায়গা এখনও গড়ে না তুললেও, অল্প সময়ে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
