নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় ফের ছক্কা হাঁকাল স্টার জলসার 'গীতা এলএলবি'। সবাইকে টেক্কা দিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে 'গীতা'। ৮.২ নম্বর পেয়ে বাজিমাত জলসার। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। একের পর এক গল্পের ট্যুইস্টে চলতি সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৭.৮ নম্বরে এই জায়গায় রয়েছে 'কথা' ও 'পরিণীতা'।

 

গল্পের নতুন মোড়ে ৭.৬ নম্বরে চতুর্থ স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। ২০ বছর এগিয়ে এখন বড় হয়ে গিয়েছে 'জগদ্ধাত্রী'র মেয়ে 'দুর্গা'। এই চরিত্রেও যদিও অঙ্কিতা মল্লিককেই দেখা যাচ্ছে। টলিপাড়ার অন্দরের খবর, এবার হয়ত 'স্বয়ম্ভূ'র জায়গায় দেখা যেতে পারে নতুন নায়ককে। পঞ্চমে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'গৃহপ্রবেশ' ও 'রাঙামতি তিরন্দাজ'। দুই ধারাবাহিকই প্রতি সপ্তাহে দারুণ চমক নিয়ে হাজির হয়। তাই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে এই সপ্তাহে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৯। 

 

৬.৮ নম্বরে ষষ্ঠ স্থানে রয়েছে 'শ্যামলি-অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। সপ্তমে রয়েছে 'তেঁতুলপাতা'। এর মধ্যেই 'ঝিল্লি-ঋষি'র মাঝে হাজির ঋষির প্রাক্তন প্রেমিকা 'ঝোরা'। টানটান উত্তেজনায় চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। অষ্টমে রয়েছে 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর ৬.০। ৫.৯ নম্বর পেয়ে নবমে 'আনন্দী'। সদ্য বিয়ে করে চলতি সপ্তাহে ৫.৭ নম্বরে দশমে রয়েছে 'ধ্রুব-জোনাকি'র গল্প 'মিত্তির বাড়ি'।  


এদিকে, টলিপাড়ার অন্দরে বেশ কিছু ধারাবাহিক শেষের খবর আসছে। অন্যদিকে শুরু হচ্ছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে জি বাংলার 'পুবের ময়না'র। এদিকে বহু অপেক্ষার অবসান, ছোটপর্দায় নতুন ধারাবাহিক 'তোমাকে ভালবেসে'তে ফিরছেন দিতিপ্রিয়া রায়।