নিজস্ব সংবাদদাতা: টিআরপির লড়াইয়ে এবার জোর টক্কর। এই সপ্তাহেও প্রথম স্থান দখল করে রাখতে পেরেছে ‘ফুলকি’। ৭.৩ নম্বরে 'বাংলা সেরা'র তকমা পেয়েছে জি বাংলার এই ধারাবাহিক। 

জি বাংলারই 'জগদ্ধাত্রী' দ্বিতীয় স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ৭.২। বছর পেরিয়ে দর্শকের ভালবাসায় নিজের জায়গা ধরে রেখেছে গীতা। তালিকায় ৭.১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। ৭.০ নম্বরে চতুর্থ হয়েছে অনিকেত-শ্যামলীর গল্প  ‘কোন গোপনে মন ভেসেছে’।

এবারের তালিকায় খানিকটা পিছিয়ে গিয়েছে ‘কথা’। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৭। চর্চায় নতুন শুরু হওয়া সিরিয়াল ‘পরিণীতা’। গত সপ্তাহে তৃতীয় স্থানে থাকলেও এবার খানিকটা পিছিয়ে গিয়েছে। তবে এখনও সেরার তালিকায় জায়গা হারায়নি এই ধারাবাহিক। এবার ৬.৬ নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছে ‘পরিণীতা’ ও স্টার জলসার ‘উড়ান’।  

স্টার জলসার আরও এক ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা হারায়নি। সপ্তমে রয়েছে সেই 'রাঙামতি তিরন্দাজ'। প্রাপ্ত নম্বর ৬.২। একের পর এক টুইস্টেও চলতি সপ্তাহে দর্শকের মন কাড়তে পারেনি সুধা-তেজের গল্প। এবার ৬.১ নম্বর পেয়ে অষ্টমে রয়েছে স্টার জলসা ধারাবাহিক ‘শুভ বিবাহ’।

এই সপ্তাহে নবমে রয়েছে ‘রোশনাই’। টিআরপি-র ফলাফলে আলাদা করে উল্লেখের দাবি রাখে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। বেশ বড় লম্বা একট লাফ মেরেছে গল্প। ফলে উৎসাহও ফিরে পেয়েছে দর্শক। ৫.৯ রেটিং পেয়ে আপাতত একসময়ের টিআরপি টপার মেগা স্থান পেয়েছে ১০ নম্বরে। 

চলতি সপ্তাহে বেশ রদবদল টিআরপি তালিকায়। বিশেষ করে নতুন স্লটে কিছুতেই আর জমিয়ে বসতে পারছে না ‘নিম ফুলের মধু’। টিআরপি-তে এবার জায়গা পায়নি এই ধারাবাহিক। এদিকে পুরনো-নতুনের লড়াই ভালই জমে উঠেছে। এদিকে আসছে বেশকিছু নতুন ধারাবাহিক। ফিরছেন ছোটপর্দার পরিচিত মুখও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন ধারাবাহিকের দখলে থাকে সেরার সেরা তকমা, এখন সেটাই দেখার।