নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ শ্রেষ্ঠা প্রামাণিক। কেরিয়ার শুরু করেছিলেন টলিউডেই। তবে এবার পাড়ি দিলেন বলিউডে। হিন্দি ধারাবাহিকের মাধ্যমে নতুন পথ চলা শুরু করলেন অভিনেত্রী। বাংলা থেকে হিন্দিতে কেরিয়ার শুরু করা নতুন নয়‌। টলিউড থেকে বহু নায়ক-নায়িকারাই এখন হিন্দি টেলিভিশনে কাজ করছেন। তাঁদের দলে এবার নাম লেখালেন শ্রেষ্ঠাও। 

 


দর্শক তাঁকে শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এ নেতিবাচক চরিত্রে। খুব অল্প সময়ের জন্য হলেও এই চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন শ্রেষ্ঠা। এর আগে দর্শক তাঁকে 'বাদল শেষের পাখি'র নায়িকার চরিত্রে দেখেছিলেন। ওই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। যাঁকে দর্শক এই মুহূর্তে স্টার জলসার 'গৃহপ্রবেশ'-এ দেখছেন। এছাড়াও আকাশ আটের 'মেয়েদের ব্রতকথা'তেও দেখা গিয়েছিল শ্রেষ্ঠাকে।

 


এবার অভিনেত্রী ডেবিউ করলেন হিন্দি টেলিভিশন জগতে। সান নিও চ্যানেলের সদ্য শুরু হওয়া মেগা 'দিব্য প্রেম'-এ দেখা যাবে তাঁকে। যদিও এখানেও পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন তিনি। গল্পের নায়ক-নায়িকার চরিত্রে রয়েছেন সুরজ প্রতাপ সিংহ এবং মেঘা রায়। এই ধারাবাহিকে 'বিশালি' নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।