নিজস্ব সংবাদদাতা: মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।
প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। এবার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী সুদীপ্তা রায়। তবে কোনও চ্যানেলে নয়, দেবী রূপে তাঁকে দেখা যেতে চলেছে সমাজমাধ্যমের পাতায়। সুদীপ্তার লুক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। কিছু অংশের শুটিংও সেরেছেন অভিনেত্রী।

সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে।

প্রথমবার দুর্গা রূপে মহালয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "একজন নৃত্যশিল্পী কিংবা অভিনেত্রী হিসেবে এটা প্রথম স্বপ্ন থাকে। টিভিতে ছোটবেলায় যখন পছন্দের অভিনেত্রীদের দেবী রূপে দেখতাম, তখন খুব ভাল লাগত। এবার আমার ইচ্ছেপূরণের পালা। মহালয়ায় আগেও অভিনয় করেছি, তবে দেবীর অন্যান্য রূপে দর্শক দেখেছেন আমায়। এক্ষেত্রে দুর্গা রূপে নিজেকে দেখব ভেবেই ভাল লাগছে।"

কবে আবার ছোটপর্দায় ফিরবেন তিনি? এই প্রসঙ্গে সুদীপ্তা বলেন, "আগের ধারাবাহিক শেষ হতে কিছুদিনের বিরতি নিয়েছিলাম। এর মাঝে বেশ কিছু মেগায় অভিনয়ের প্রস্তাব এসেছিল ঠিকই। তবে, যেকোনও কারণেই হোক, তা আর করা হয়নি। এবার কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি কিছুদিনের মধ্যেই আবারও পর্দায় ফিরব।"

প্রসঙ্গত, কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে মহালয়া বলা হয়। আর এক্ষেত্রে প্রশ্ন আসে মহালয়া আসলে কী? মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ হল মহান যে আলয় বা আশ্রয়। অর্থাৎ মহা+আলয় জুড়ে এই শব্দ। যদিও সন্ধির নিয়ম মেনে শব্দটি‘মহালয়’ হওয়ার কথা। তবে‘মহালয়া’ বলার পিছনে কোনও ব্যকরণগত ব্যাখ্যা নেই। বিশেষজ্ঞদের মতে, দেবীপক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে ‘মহালয়া’ বলা হয়।
আরও পড়ুন: মাত্র চার বছর বয়সেই রান্নায় পটু ঈশান! মা নুসরতের জন্য নিজের হাতে কী বানালো ছোট্ট ছেলে?
 
 যদিও মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর প্রত্যক্ষভাবে কোনও যোগ নেই। বরং মহালয়ার রয়েছে পৃথক মাহাত্ম্য। দুর্গাপুজোর সঙ্গে যুক্ত উৎসব নয় মহালয়া। আসলে এই দিনটি পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর দিন। সারাবছর কোনও সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি বলে মনে করা হয়। 
মহালয়ার ইতিকথা এখন টেলিভিশনের দৌলতে সবারই কম বেশি জানা। সুদীপ্তা তো সমাজমাধ্যমে দুর্গা হচ্ছেন। কিন্তু স্টার জলসা বা জি বাংলায় কে হচ্ছেন দুর্গা? কোন নায়িকারা থাকছেন দেবীর অন্যান্য রূপে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এবারও জি বাংলার মহালয়ায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই দর্শক দেখতে পাবেন, এমনটাই শোনা যাচ্ছে।
