টাইগার শ্রফ মানেই জমাটি অ্যাকশন, উপরন্তু তাঁর ‘রনি’ অবতার বলিউড ভক্তদের কাছে দারুণ জনপ্রিয়। সেই রনিই এবার ফিরছে বড়পর্দায়। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘বাঘি ৪’-এর প্রথম লুক পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। বহু প্রতীক্ষার পর মুক্তি পেল ছবির ট্রেলার। ৩০ আগস্ট, শনিবার সামনে এল 'বাঘি ৪'-এর ট্রেলার।
ট্রেলারের শুরুতেই দেখা যায় একটি প্রেমের মৃত্যু হতে। অর্থাৎ নৌবাহিনী অফিসার হওয়া সত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর। কিছুতেই প্রেমিকার মৃত্যুকে সে মানতে পারে না। হন্যে হয়ে সে খুঁজে বেড়ায় ভালবাসার মানুষকে। এক নিমেষে যেন বদলে যায় তার জীবন। ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের মতোই অ্যাকশনের মুডে দেখা গিয়েছে 'সঞ্জু বাবা'কে।
 
 তবে অ্যাকশনের মাঝে কোথাও যেন ‘দেজা ভু’। কালো পোশাকে মুখোশধারী লোকেদের গলিপথে দৌড়োনো দৃশ্য অনেকের মনে করিয়ে দিল রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এর বিখ্যাত হলওয়ে সিকোয়েন্স। কেউ লিখলেন, “হলওয়ে সিনটাও টুকে দিল।” আরেকজন কটাক্ষ করলেন, “সস্তার  অ্যানিম্যাল পার্ক!”
আরও পড়ুন: বিরাট শোকের ছায়া আল্লু অর্জুনের পরিবারে! শুটিং ফ্লোর থেকে গ্রেফতার সারা-আয়ুষ্মানের ক্রু-মেম্বার
তুলনা টানা হল মালায়ালম থ্রিলার ‘মার্কো’-র সঙ্গেও, যা এখন পর্যন্ত সবচেয়ে হিংস্র ভারতীয় ছবি হিসেবে ধরা হয়। কেউ প্রশংসা করলেন— “মার্কো + বাগি ৪ = থিয়েটার হয়ে যাবে স্টেডিয়াম!” আবার কেউ সরাসরি বললেন— “মার্কোর নকল মনে হচ্ছে।” তবু টাইগার ভক্তদের উচ্ছ্বাসে ভাটা নেই। একজন লিখলেন, “পুরো গুজবাম্পস! টাইগারের রিয়েল কামব্যাক!” আরেকজনের ভাষায়, “দুই সিংহ, এক জঙ্গলে— এপিক ফেস-অফ।” ছবির অফিশিয়াল লাইন: “প্রতিশোধে উজ্জীবিত, অস্ত্রে সজ্জিত, আর এক রাগ যা শত্রুর শ্বাসও ছাড়তে দেবে না— টাইগার শ্রফের সবচেয়ে হিংস্র রূপে রনির প্রত্যাবর্তন।” সাজিদ নাদিয়াদওয়ালার গল্প ও চিত্রনাট্যে, এ. হর্ষার পরিচালনায়, প্রযোজনা সাজিদ নাদিয়াদওয়ালার 'বাঘি ৪' মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে।
 
 ২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাগি’ বক্স অফিসে বড় সাফল্য আনে। এরপর ‘বাগি ২’ সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যায়। যদিও ‘বাগি ৩’ করোনা পরিস্থিতির কারণে আশানুরূপ ব্যবসা করতে পারেনি, এবার ‘বাগি ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
 
 এর আগে গত নভেম্বরে টাইগার  নিজেই সমাজ মাধ্যমে এই  ছবির পোস্টার ভাগ করে নিয়েছিলেন। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিল। মুখে জলন্ত সিগারেট, হাতে রক্ত মাখা ধারাল অস্ত্র। চোখেমুখে রহস্য। তাঁর সামনে লুটিয়ে রয়েছে কিছু নিথর দেহ। টাইগারের এই লুক শোরগোল ফেলেছিল নেট দুনিয়ায়। 
 
 ‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বছর চারেকের বিরতির পর আসছে 'বাঘি ৪'।
 
 ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক এ. হর্ষা, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। মুক্তির দিন ঠিক হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫। একই দিনে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। ফলে বক্স অফিসে বড়সড় লড়াই দেখতে চলেছেন দর্শক।
 
 সব মিলিয়ে ট্রেলারেই ইঙ্গিত মিলেছে, এবার ‘বাগি ৪’ হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে হিংস্র, রক্তাক্ত ও রোমাঞ্চকর অধ্যায়।
 
 টাইগারের কেরিয়ার গ্রাফও এখন মন্দ নয় । ‘বাঘি ৪’-এর পাশাপাশি তাঁর হাতে আছে আরও দু’টি বড় ছবি—মুরাদ খেতানি প্রযোজিত, সচিন রবি পরিচালিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’। অন্যদিকে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ঝুলিতেও বড় বাজি। ডিসেম্বরেই মুক্তি পাবে শাহিদ কাপুর–বিশাল ভরদ্বাজ জুটি বেঁধে তৈরি তাঁদের নতুন ছবি। সব মিলিয়ে, ‘বাঘি ৪’-এর ট্রেলার বলিউডে একেবারে সাড়া ফেলে দিয়েছে।
