আজকাল ওয়েবডেস্ক: ৫০ বছর পরে নতুন রূপে পর্দায় ফিরছে ‘শোলে’। তাও আবার সম্পূর্ণ আসল এবং অবিকৃত রূপে। রমেশ সিপ্পির ১৯৭৫ সালের এই কালজয়ী সৃষ্টি, হিন্দি সিনেমার সবচেয়ে প্রভাবশালী ছবিগুলির মধ্যে একটি। কিন্তু প্রকাশের সময় সেন্সর বোর্ডের চাপে পরিচালককে বদলে ফেলতে হয় ছবির সমাপ্তি। অবশেষে মুক্তির ৫০ বছর পর সেই আসল সংস্করণ দেখতে পাবেন দর্শকরা।
সদ্য সম্পন্ন হয়েছে ছবির পূর্ণ ডিজিটাল রিস্টোরেশন। বাদ যাওয়া দৃশ্য, কাটা পড়া সংলাপ এবং সেই আসল ‘সমাপ্তি’, সবই এবার দেখা যাবে বড় পর্দায়। তবে দেশে নয়, প্রথমবার বিদেশে দেখানো হবে এই সংস্করণ। ইতালির বোলোনিয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইল চিনেমা রিত্রোভাটো’-তে শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সংস্করণটি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে জরুরি অবস্থার আবহে সেলিম-জাভেদ জুটির লেখা ছবিটি নিয়ে সেন্সর বোর্ড মারাত্মক কঠোর অবস্থান নেয়। ‘অত্যাধিক হিংসাত্মক’ তকমা দিয়ে বাদ দেওয়া হয় একাধিক দৃশ্য। আসল ছবিতে শেষ দৃশ্যে গব্বর-কে কাঁটা লাগানো জুতো দিয়ে পিষে হত্যা করেন ঠাকুর। কিন্তু একজন প্রাক্তন পুলিশ অফিসার আইন নিজের হাতে নিতে পারেন না, এই যুক্তিতে দৃশ্যটি বাদ দিতে বলা হয়। অগত্যা, পরিচালক রমেশ সিপ্পিকে নতুন করে শুট করতে হয় ছবির শেষাংশ। অভিনেতা, কলাকুশলীদের তড়িঘড়ি ফিরিয়ে আনা হয় সেই বিখ্যাত রামগড় গ্রামে। শেষ পর্যন্ত গব্বর সিংকে বন্দি করে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য চূড়ান্ত হয়।
হারিয়ে যাওয়া আসল দৃশ্যগুলি আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেন পরিচালক রমেশ সিপ্পির পুত্র, শাহজাদ সিপ্পি। ২০২২ সালে তিনি যোগাযোগ করেন ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর সঙ্গে। তাতেই হয় অসাধ্য সাধন। বাদ পড়া সব দৃশ্য এবং ডায়লগ জুড়ে দেওয়া হয় ছবিতে। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর কর্ণধার শিবেন্দ্র সিং দুঙ্গাপুরের কথায়, “এই সংস্করণটিই শোলে-র ইতিহাসে সবচেয়ে প্রামাণ্য ও নিখুঁত সংস্করণ।”
