নিজস্ব সংবাদদাতা: প্রতিটি চ্যানেলের ধারাবাহিক একের পর এক ট্যুইস্ট দর্শককে উপহার দিয়ে চলেছে। টিআরপি তালিকাতে নজর কাড়ছে বেশকিছু ধারাবাহিক। এক নজরে দেখে নিন সপ্তাহ জুড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে পছন্দের ধারাবাহিকের আগামী পর্বে।


স্টার জলসা 

শুভ বিবাহ

স্বার্থকের ষড়যন্ত্রের শিকার সুধা। একেবারে বসু মল্লিক পরিবারে উঠে এসেছে সে। কিন্তু সুধাও তার মুখোশ খুলে ফেলার চেষ্টায়। এদিকে সুধাকে পরিবারের সবার সামনে অপমান করতে তার শরবতে মাদকদ্রব্য মিশিয়ে দেয় স্বার্থক। সেটা দেখে ফেলে ঝিনুক। তাই ওই শরবত বুদ্ধি করে স্বার্থককেই খাইয়ে দেয় সুধা। নেশায় বেসামাল হয়ে নিজের আসল পরিচয় নিজের মুখেই ফাঁস করে দেয় স্বার্থক। কী হবে এরপর? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন রাত ন'টায়।


অনুরাগের ছোঁয়া 


মিশকার ষড়যন্ত্রে আবার নাজেহাল সেনগুপ্ত পরিবার। রূপার দৃষ্টি ফেরানোর জন্য চোখের অপারেশন করতে হয়। মনে মনে রূপা ভাবে, এবার সে তার মাকে দু'চোখ ভরে দেখতে পারবে। কিন্তু মিশকা রূপা যাতে আর কোনওদিন দৃষ্টি ফিরে না পায়, সেই ব্যবস্থা করে। এদিকে, দীপার মনেও বিপদের আশঙ্কা। কী হবে এরপর? মেয়েকে মিশকার ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারবে কি দীপা? জানতে হলে দেখুন প্রতিদিন রাত সাড়ে ন'টায় ধারাবাহিকের আগামী পর্ব।

তেঁতুল পাতা 

ঋষি-ঝিল্লির মাঝে উড়ে এসে জুড়ে বসেছে ঋষির প্রাক্তন প্রেমিকা ঝোরা। কিন্তু তার সামনে ঝিল্লিকে স্ত্রী বলে স্বীকার করেনি ঋষি। এদিকে, ঝিল্লির বড়জা চক্রান্ত করে ঋষি ও ঝোরার বিয়ে ঠিক করে। ঘটনায় অবাক হয়ে যায় ঋষি। তখন তার সামনে ঝিল্লি এসে বলে ঝোরাকে মালা পড়িয়ে বিয়ে শুরু করতে। ঝিল্লির কথা শুনে চটে লাল হয়ে ঝিল্লির আসল পরিচয় ঝোরার সামনে ফাঁস করে ঋষি। এবার কী ঋষি-ঝিল্লিকে দূরে সরানোর চেষ্টা করবে ঝোরা? উত্তর মিলবে প্রতিদিন সন্ধে সাড়ে ছ'টায় ধারাবাহিকের আগামী পর্বে।


জি বাংলা

পরিণীতা

বাড়ি থেকে কলেজ রায়ান-পারুলের হাড্ডাহাড্ডি লড়াই চলতেই থাকে। এবার কলেজের ফেস্টে অংশগ্রহণ করে পারুল। বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে সবার কাছে হাসির খোরাক হয় সে। ষড়যন্ত্র করে শিরিন স্টেজের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু বাধা দেয় রায়ান। সে জানায়, পারুলের সঙ্গে তার লড়াই আড়ালে থেকে নয়, সামনে থেকেই সে পারুলকে উচিৎ শিক্ষা দেবে। তবে কি পারুলের প্রতি একটু একটু করে ভালবাসা বাড়ছে রায়ানের? জানতে হলে দেখুন প্রতিদিন রাত আট'টায় 'পরিণীতা'।