নিজস্ব সংবাদদাতা: গল্পের নিত্য নতুন চমকে জমে উঠেছে স্টার জলসার ধারাবাহিক 'তেঁতুলপাতা'। একদিকে, ঋষি-ঝিল্লির প্রেম, অন্যদিকে বড়জার সঙ্গে ঝিল্লির বুদ্ধির লড়াই। সব মিলিয়ে প্রতি সপ্তাহেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করে এই মেগা। বড়জার চক্রান্তে নানাভাবে নাজেহাল ঝিল্লি। তবে এবার এসে জুটেছে নতুন শত্রু বাবুয়া।

 

 

 

ঋষি ও ঝিল্লিকে বিপদে ফেলতে ছক কষে বাবুয়া। কিন্তু কোনওভাবেই ঝিল্লির বুদ্ধির সঙ্গে পেরে ওঠে না সে। তাই ঋষির ছোটবোন তুতুলকে কিডন্যাপ করে সে। শুধু তাই নয়, জোর করে তুতুলকে বিয়েও করে বাবুয়া। তেঁতুলপাতায় তুলুলকে বিয়ে করে নিয়ে জোর করে ঢুকতে চায় সে। বাড়ির সবাই এই কাণ্ড দেখে দিশেহারা।

 

 

 

এদিকে 'কাটা ঘায়ে নুনের ছিটে' দিয়ে বড়জা বলে ওঠে বাবুয়াকে জামাই হিসাবে বরণ করার কথা। এই কথা শুনে একেবারে তেলে-বেগুনে জ্বলে ওঠে ঝিল্লি। ঠাকুরের হাত থেকে অস্ত্র নিয়ে সোজা বাবুয়ার গলায় ধরে। তুতুলের জীবন এভাবে নষ্ট করার শাস্তি সে দেবেই তাকে, প্রতিজ্ঞা করে ঝিল্লি। এদিকে, তুতুল কিছুতেই ভুলতে পারে না তার সঙ্গে ঘটা এই অঘটনের কথা। পাড়ার লোক ও নানা খারাপ কথা বলতে শুরু করে। ঝিল্লি কি পারবে তুতুলের সম্মান ফিরিয়ে দিতে? বাবুয়াকে কি উচিৎ শাস্তি দিতে পারবে সে?