নিজস্ব সংবাদদাতা: মধুডিহি গ্রামের মেয়ে দেবযানী ওরফে দেবী।সারাদিন ঠাকুর দেবতার সেবায় নিজেকে মগ্ন করে রাখে সে। আর অন্যদিকে শহরের বড় ডাক্তার অনিকেত। বাবা-মা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ভগবানের উপর থেকে সব ভরসা উঠে গিয়েছে তার। কিন্তু এই বিপরীত মেরুর দুই মানুষের মনের মিল কীভাবে হবে? সেই গল্পই ফুটে উঠছে সান বাংলার ধারাবাহিক 'দেবী বরণ'-এ। 

 

ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অ্যানমেরী টম ও সিদ্ধার্থ সেনকে। তাঁদের জুটিকে এর আগে দর্শক 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে দেখেছিলেন। সেই গল্প শেষ হতেই ফের এই জুটিকে ফেরানোর দাবি জানান দর্শক। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই নতুন ধারাবাহিকে ফিরেছে অ্যানমেরী-সিদ্ধার্থের জুটি। 

 

গল্প এগোচ্ছে নানা অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই। দেবতা ও অপদেবতার লড়াইয়ে ঘটনাচক্রে সামিল হয়ে পড়ছে দেবীও। সম্প্রতি, চ্যানেলের তরফে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে হঠাৎই বিয়ে হয়ে যায় অনিকেত-দেবীর! 

 

ওই প্রোমোতে দেখা যাচ্ছে, অপদেবতা তাড়া করেছে অনিকেতকে। ভয়ে ছুটতে ছুটতে জঙ্গলে এসে পৌঁছয় সে। হঠাৎ অনিকেতের সামনে ঢাল হয়ে দাঁড়ায় দেবী। তার হাত ধরে টেনে এক পুরনো মন্দিরে নিয়ে আসে সে। তারা আসতেই শত বছরের পুরনো মন্দিরের দরজা নিজে থেকেই খুলে যায়। এরপর এক ভয়ঙ্কর ঝড় আসে। সেই ঝড়েই মন্দিরে থাকা ঠাকুরের সিঁদুর উড়ে এসে অনিকেতের হাত থেকে দেবীর সিঁথি রাঙিয়ে দেয়। এরপর কী হবে? অনিকেতের পরিবার কি মেনে নেবে দেবীকে? কী হবে তাদের ভবিষ্যৎ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। এই প্রোমো সামনে আসতেই শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই এই ধারাবাহিকের গল্পকে 'আজগুবি' বলেও ধিক্কার জানিয়েছেন।