নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। পরিচালনায় কিরণ ধর। বাংলা টকিজের ব্যানারে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। 

 

 

গল্পে নায়িকা 'আলো' ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয় পত্রিকা'র সম্পাদক 'উদয়ন সিংহ রায়'-এর পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা 'রুদ্র সিংহ রায়'-এর স্ত্রী । সংসারের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর তাঁর। প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তার প্রতি কোনও নজর নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।

 

 

 

তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে। আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কী পূরণ হবে? এই গল্পই ফুটে উঠেছে ধারাবাহিকের গল্পে। 

 

 

সম্প্রতি, উৎসবের আবহে গল্পে এসেছে নতুন মোড়। চ্যানেলের তরফে সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, মাতৃ বন্দনায় সিংহ রায় বাড়িতে আয়োজিত হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে লাইটের তার সর্ট সার্কিট হয়ে ঝিলিকের গায়ে লাগে। নিমেষে অজ্ঞান হয়ে যায় আলোর মেয়ে ঝিলিক। মেয়েকে সামলে না রাখতে পারার জন্য রুদ্র দোষারোপ করতে থাকে আলোকেই। কিন্তু আলো জানায়, সন্তানের রক্তে বাবারও রক্ত থাকে, তাহলে খেয়াল রাখার দায়ভার শুধু মায়ের কেন হবে? আলোর এই জবাবে হতভম্ব হয়ে যায় রুদ্র।