নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই দর্শকের মন জয় করেছে জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। ডায়মন্ড ও হৃদানের গল্প একটু একটু করে জমে উঠছে। কিন্তু তাদের বিপদে ফেলতে চায় পরিবারেরই এক সদস্য। সে আর কেউ নয়, হৃদানের জামাইবাবু দীপ্ত।

 

 

 

ভাল মানুষের মুখোশের আড়ালে সে লুকিয়ে রেখেছে অজানা সত্য। এবার তার পর্দা ফাঁস করবে ডায়মন্ড! কিছুদিন আগেই দেখা গিয়েছিল ধুমধাম করে পাড়ার দুর্গাপুজো হচ্ছে। আয়োজনে ডায়মন্ডের শ্বশুর মশাই‌। আর এই পুজোর দিন বোমা ফিট করে দেবী। আর সেটা জেনে যায় ডায়মন্ড। তখন পরিবারকে বাঁচাতে পারলেও ফের বিপদের মুখে পড়ে সে। 

 

 

সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, শ্বশুরমশাইকে দেওয়া কথা রাখতে নিজের দোকান খুলেছে ডায়মন্ড। নাম 'ডায়মন্ড বড়াপাও'। এই দোকানের উদ্বোধনের দিন দীপ্ত বোমা ফিট করে দোকানে। যাতে উদ্বোধনের ফিতে কাটার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় ডায়মন্ড। 

 

 

কিন্তু এই পরিকল্পনা ধরে ফেলে হৃদান। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কাটার সময় সে ছুটে আসে ডায়মন্ডকে বাঁচাতে কিন্তু বিস্ফোরণ হয়। পরিবারের সবাই আর ডায়মন্ড রক্ষা পেলেও হৃদান গুরুতর আহত হয়। কী হবে হৃদানের? ডায়মন্ড কি পারবে শত্রুর মুখোশ খুলে দিতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।