নিজস্ব সংবাদদাতা: সারা বাংলা এখন উত্তপ্ত। আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস ভাবে খুনে সারা বাংলা গর্জে উঠেছে। কড়া বাস্তবের এই প্রতিচ্ছবি হুবহু ফুটে উঠেছে টেলিভিশনের পর্দায়। এই পরিস্থিতিতে এবার সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম'-এর 'ডালি'।
বাস্তবের রূঢ়তা আর 'আকাশ কুসুম' ধারাবাহিকের অন্দরমহলে ঘটে যাওয়া চিত্রনাট্যের রূঢ়তা এখন মিলেমিশে একাকার। ধারাবাহিক তো সমাজেরই প্রতিফলন, আর ঠিক সেখানেই 'আকাশ কুসুম'-এর অন্দরমহল থেকে উঠে আসছে এক কড়া বাস্তব প্রশ্ন। কোনও মেয়ের সম্মান রক্ষার্থে কাউকে হত্যা করা কি অপরাধ নাকি প্রতিবাদ? আজ যখন গোটা বাংলা ধর্ষণের মত জঘন্য অপরাধের জন্য রাস্তায় সামিল হয়েছে প্রতিবাদ জানাতে, তখন 'ডালি'ও যেন সেই প্রতিবাদে সামিল হল তার নিজের মতো করে।
ধারাবাহিকের গল্পে 'রেহান','রাজা', 'অমৃতা', 'অরিত্র' সবাই মিলে বাড়িতে পার্টির আয়োজন করে। মদ্যপ অবস্থায় 'রেহান' ফাঁকা ঘরে 'অমৃতা'র ওপর হামলা করে। ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই সময় 'ডালি' ঘরে আসে এবং 'অমৃতা'কে বাঁচায়। ঘটনায় নিজেকে ও 'অমৃতা'কে বাঁচাতে 'রেহান'-এর বন্ধু 'রাজা'কে অনিচ্ছাকৃত ভাবে খুন করে সে। এইসময় পুলিশ আসে। বাড়ির বাকিরাও তখন সবাই বাড়িতে চলে আসে। সম্পর্কে 'অরিত্র'র বোন 'অমৃতা'। বোনের এই অবস্থা দেখে 'রেহান'-এর ওপর রেগে ফেটে পড়ে সে। 'ডালি' স্বীকার করে নেয় 'অমৃতা'কে বাঁচাতে সে 'রাজা'কে মারতে বাধ্য হয়েছে।
এদিকে পুলিশ গ্রেপ্তার করে 'ডালি'কে। 'ডালি'র জেলও হয়। কিন্তু 'ডালি' প্রশ্ন ছুড়ে দেয় বিচারসভায়, মেয়েদের সম্মান রক্ষার্থে কেউ কাউকে হত্যা করলে সেটা কী অপরাধ নাকি প্রতিবাদ? এরপর কী হবে ডালির জীবনে? জানতে চোখ রাখুন সান বাংলায় 'আকাশ কুসুম' ধারাবাহিকে।
বাস্তবের রূঢ়তা আর 'আকাশ কুসুম' ধারাবাহিকের অন্দরমহলে ঘটে যাওয়া চিত্রনাট্যের রূঢ়তা এখন মিলেমিশে একাকার। ধারাবাহিক তো সমাজেরই প্রতিফলন, আর ঠিক সেখানেই 'আকাশ কুসুম'-এর অন্দরমহল থেকে উঠে আসছে এক কড়া বাস্তব প্রশ্ন। কোনও মেয়ের সম্মান রক্ষার্থে কাউকে হত্যা করা কি অপরাধ নাকি প্রতিবাদ? আজ যখন গোটা বাংলা ধর্ষণের মত জঘন্য অপরাধের জন্য রাস্তায় সামিল হয়েছে প্রতিবাদ জানাতে, তখন 'ডালি'ও যেন সেই প্রতিবাদে সামিল হল তার নিজের মতো করে।
ধারাবাহিকের গল্পে 'রেহান','রাজা', 'অমৃতা', 'অরিত্র' সবাই মিলে বাড়িতে পার্টির আয়োজন করে। মদ্যপ অবস্থায় 'রেহান' ফাঁকা ঘরে 'অমৃতা'র ওপর হামলা করে। ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই সময় 'ডালি' ঘরে আসে এবং 'অমৃতা'কে বাঁচায়। ঘটনায় নিজেকে ও 'অমৃতা'কে বাঁচাতে 'রেহান'-এর বন্ধু 'রাজা'কে অনিচ্ছাকৃত ভাবে খুন করে সে। এইসময় পুলিশ আসে। বাড়ির বাকিরাও তখন সবাই বাড়িতে চলে আসে। সম্পর্কে 'অরিত্র'র বোন 'অমৃতা'। বোনের এই অবস্থা দেখে 'রেহান'-এর ওপর রেগে ফেটে পড়ে সে। 'ডালি' স্বীকার করে নেয় 'অমৃতা'কে বাঁচাতে সে 'রাজা'কে মারতে বাধ্য হয়েছে।
এদিকে পুলিশ গ্রেপ্তার করে 'ডালি'কে। 'ডালি'র জেলও হয়। কিন্তু 'ডালি' প্রশ্ন ছুড়ে দেয় বিচারসভায়, মেয়েদের সম্মান রক্ষার্থে কেউ কাউকে হত্যা করলে সেটা কী অপরাধ নাকি প্রতিবাদ? এরপর কী হবে ডালির জীবনে? জানতে চোখ রাখুন সান বাংলায় 'আকাশ কুসুম' ধারাবাহিকে।
