নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হলেও টেলিভিশনের পর্দা দর্শকের কাছে পরিচিতি এনে দিয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। কিন্তু এখন ফের বড়পর্দায় দর্শকের থেকে ভালবাসা পাচ্ছেন অভিনেতা। সামাজিক বার্তা হোক কিংবা প্রেমের গল্প, সবেতেই বাজিমাত বিক্রমের।
অভিনয়ের পাশাপাশি তাঁকে দেখা যেতে চলেছে এক অন্য ভূমিকায়। এবার নায়ক নন, গায়ক তিনি। সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিত দিলেন বিক্রম। রূপম ইসলামের সঙ্গে এক ফ্রেমে গাইতে দেখা গেল তাঁকে। কিন্তু আসল ব্যাপার কী? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে এই বিষয়ে জানতে বিক্রমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসন্ন বাংলা ছবির টাইটেল ট্র্যাক গাইবেন রূপম। সঙ্গী হতে পারেন তিনিও।
বিক্রমের কথায়, "ছোট থেকে ফসিলসের গান শুনে বড় হয়েছি। খুব ইচ্ছে ছিল রূপমদার সঙ্গে কাজ করার। 'পারিয়া'র টাইটেল ট্র্যাক প্রথম ওঁর গাওয়ার কথা ছিল, যদিও তা হয়নি। কিন্তু এইবার যেন স্বপ্ন পূরণ হল।"
বিক্রমের ভাগ করে নেওয়া ছবিতে মাইক হাতে রূপম ইসলামের সঙ্গে গাইতে দেখা যায় তাঁকে। ওই পোস্টেই নিজের আগামী ছবি নিয়ে ইঙ্গিত দিলেন অভিনেতা। সূত্রের খবর, 'ক্যামেলিয়া প্রডাকশন হাউজ'-এর ব্যানারে আসছে এই ছবি। ছবিতে বিক্রমের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী শোলাঙ্কি রায়কে। তবে এই ছবিতে কাজ করার প্রসঙ্গ আজকাল ডট ইন-এর কাছে অস্বীকার করেন অভিনেত্রী।
