আজকাল ওয়েবডেস্ক: রবি-রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভার বিশ্বচ্যাম্পিয়ন হয়। উচ্ছ্বসিত স্মৃতি মান্ধানা। ২০০৫ এবং ২০১৭ সালে ভারত দু'বার টুর্নামেন্ট জয়ের কাছাকাছি পৌঁছলেও ট্রফি হাতে তুলতে পারেনি। এবার ঘরের মাঠে খেলতে নেমে কোটি কোটি সমর্থকদের সামনে সুযোগের সদ্ব্যবহার করে। ৫২ রানে ম্যাচ জিতে হরমনপ্রীত ট্রফি হাতে তোলেন।
মৃতি মান্ধানা টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৩৪ রান করেন। অন্যদিকে জেমিমা এবং হরমনপ্রীত কৌর ১২৭ এবং ৮৯ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ছিটকে দেন। দীপ্তি ২২ উইকেট নেন। ফাইনালে পাঁচ উইকেটের পাশাপাশি পঞ্চাশও করেন। স্মৃতি মান্ধানা বলেন, "বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আমি কীভাবে প্রতিক্রিয়া জানাবো জানি না। মুহূর্তগুলো এখনও আমার মনে গেঁথে রয়েছে। ক্রিকেট মাঠে আমি আবেগপ্রবণ হইনি। গত দেড় মাসে আমরা যে সমর্থন পেয়েছি তা সত্যিই দেখার মতো। গত ৪০ দিন কীভাবে ব্যাখ্যা করব তা আমি জানি না। তবে শেষমেশ বিশ্বকাপ জিতে একটা কথাই বলব, ৪৫ দিন বিনিদ্র রাত কাটিয়েছি আমি।''
নবি মম্বইয়ে বিশ্বজয়ের ঘোর এখনও কাটেনি স্মৃতি মান্ধানা-জেমিমাদের। বিশ্বকাপ হাতে তাঁরা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে জেমিমা লিখেছেন, ''আমরা কি এখনও স্বপ্নই দেখছি?'' হরলীন দেওল জেমিমা, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ও স্মৃতি মান্ধানাদের উদ্দেশে ট্যাগ করে লিখেছেন, ''গাইজ উই ওননননন।''
মঙ্গলবার আনুষ্ঠানিক সেলিব্রেশন হতে পারে। তেমনই শোনা যাচ্ছে। মুম্বইয়ে কিছু অনুষ্ঠানে সামিল হওয়ার কথা চলছে বিশ্বচ্যাম্পিয়নদের। বুধবার দিল্লি রওনা দেবে হরমনপ্রীত সহ গোটা দল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবে বিশ্বকাপজয়ী ভারতীয় দল। সম্ভবত প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে অনুষ্ঠান। বিশ্বজয়ের পর সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীতদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্বকাপ জয়ের পরের সকালে ভারতীয় মহিলা বিশ্বকাপজয়ী দল এবং সাপোর্ট স্টাফদের জন্য বিরাট অঙ্কের নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
