সংবাদ সংস্থা মুম্বই: নিতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস ‘রামায়ণ’ ছবির ঘোষণা ভিডিও প্রকাশের পর থেকেই উন্মাদনা তুঙ্গে। রণবীর কাপুরের রাম ও যশের রাবণ-ঝলকে কাঁপছে সোশ্যাল মিডিয়া। তবে জানেন কি, ‘রাবণ’ যশকে প্রথম পর্বে পাবেন মাত্র ১৫ মিনিটের জন্য?
ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ‘কেজিএফ’ তারকা যশ যিনি রাবণের ভূমিকায় ধরা দেবেন, তিনি প্রথম পর্বে সাকুল্যে থাকবেন মাত্র মাত্র ১৫ মিনিটের জন্য। তবে এর পিছনে অন্য কোনও কারণ নয়, রয়েছে স্রেফ গল্পের গঠনগত যুক্তি। রামায়ণ ছবির প্রথম খণ্ডে মূল লক্ষ্য থাকবে রামের বনবাস এবং সীতা-লক্ষ্মণের সঙ্গে তাঁর যাত্রা ঘিরে। যশের রাবণ এই পর্বে কেবলমাত্র সূচনার ভূমিকা নেবেন, যেটা রামায়ণ পার্ট ২-এ বিশাল পরিসরে বিস্তার লাভ করবে। পাশাপাশি সীতা হরণের সময়েও বলাই বাহুল্য দেখা যাবে তাঁকে। সম্ভবত, সীতা হরণ পর্বেই শেষ হবে রামায়ণ-এর প্রথম ভাগ।
খবর, যশ শুধু অভিনয়ই করছেন না, এই বিশাল প্রজেক্টের অন্যতম সহ-প্রযোজক হিসেবেও যুক্ত। অন্যদিকে, রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করছেন।
২০২৬-এর দীপাবলির আবহে মুক্তি পাবে রামায়ণ -এর প্রথম ভাগ। এবং ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭-এর দীপাবলিতে। ছবির প্রথম ভাগের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় ভাগের শুট শুরু হবে আগামী আগস্ট মাসে।
