বাংলাদেশের বিরুদ্ধে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করার সময় ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান ভারতীয় ওপেনার প্রতীকা রাওয়াল। ডি-ওয়াই পাতিল স্টেডিয়ামের স্যাঁতসেঁতে আউটফিল্ডে তার পা আটকে যায়।
2
6
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের মতে, প্রতীকা নামতে না পারলে তিন নম্বরে নামা হার্লিন দেওলকে ওপেন করানো যেতে পারে।
3
6
এক সাক্ষাৎকারে মিতালি বলেন, ‘প্রতীকা যদি ফিট না থাকে, তাহলে স্মৃতির সঙ্গে ওপেন করবে কে? প্রথম বিকল্প হতে পারে হার্লিন। কারণ, শুরুর দিকে ওপেনাররা আউট হলে ওর নতুন বল সামলানোর দক্ষতা আছে।’
4
6
প্রতীকার চোটের কারণে ভারতীয় দল পরীক্ষামূলকভাবে বাংলাদেশের বিরুদ্ধে অলরাউন্ডার আমনজ্যোত কৌরকে ওপেনিংয়ে পাঠায়। এই সিদ্ধান্তে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন মিতালি। তার মতে, হার্লিনের সঙ্গে স্মৃতির ওপেনিং জুটি গড়ে তোলার এটাই ছিল আদর্শ সুযোগ।
5
6
২৫ বছর বয়সি প্রতীকা বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে। ছ’টি ইনিংসে তিনি করেছেন ৩০৮ রান, গড় ৫১.৩৩, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি। মিতালি বিকল্প হিসেবে উইকেটকিপার-ব্যাটার ঊমা ছেত্রীকেও বিবেচনায় রাখার কথা বলেন, যিনি বাংলাদেশের বিরুদ্ধে রিচা ঘোষের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন।
6
6
মিতালি বলেন, ‘আরেকটা বিকল্প হতে পারে ঊমা চেত্রী। কিন্তু যদি রিচা ঘোষ উইকেটকিপার হিসেবে ফিরে আসে, তাহলে সম্ভবত ঊমাকে বাইরে বসতে হতে পারে।’