দিল্লিতে তখন আর বিজেপি জমানা নেই। শেষ হয়েছে কংগ্রেসের জমানাও। আপ-জমানার শুরুতে, দেশের রাজধানীতে যখন বিজেপির মাত্র তিনজন বিধায়ক জয়ী হয়েছিলেন, তিনি ছিলেন তাঁদের মধ্যে একজন।
2
5
বিজেন্দর গুপ্তা। বিজেপি নেতা, দিল্লির বিধায়ক। ২০ ফেব্রুয়ারি দিল্লির স্পিকার হিসেবে তাঁর নাম সামনে আসতেই মুহূর্তে উঠে এসেছে ঠিক দশ বছর আগের ঘটনা। আলোচনা মূলত বিজেন্দর এই প্রত্যাবর্তন ঘিরে। ঠিক যেখান থেকে এক সময়ে স্পিকার তাঁকে বের করে দিয়েছিলেন, সেই বিধানসভায় স্পিকার হয়ে ফিরলেন তিনি।
3
5
ঠিক কী ঘটেছিল ২০১৫ সালে দিল্লি বিধানসভায়? ৭০ আসনের দিল্লি বিধানসভায় সেবার আপ জিতেছিল ৬৭ আসন। সেবছর ৩০ নভেম্বর, আপ বিধায়ক অলকা লাম্বার বিরুদ্ধে দলীয় বিজেন্দর তৎকালীন সহকর্মী ওপি শর্মার অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ চলছিল।
4
5
ক্ষোভের মাঝেই বিজেন্দর বিধানসভায় প্রবেশ করলে তৎকালীন স্পিকার রাম নিবাস গোয়েল তাঁকে বিকেল ৪টা পর্যন্ত বিধানসভা কক্ষের বাইরে থাকার নির্দেশ দেন। তিনি রাজি না হলে, মার্শালরা তাঁকে একপ্রকার টেনে হিঁচড়ে বের করে দেয় বিধানসভার কক্ষ থেকে।
5
5
ঠিক দশ বছর পর, বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরতেই, বিজেন্দর গুপ্তাকে বসালেন স্পিকার পদে। তিনি পদের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দলকে। জানিয়েছেন, বিধানসভায় সুস্থ আলোচনার পরিবেশ বজায় রাখবেন তিনি।