দেশে সোনার ভরি যেখানে লাখ ছুঁই ছুঁই সেখানে কেউ যদি বলেন ১০ গ্রাম সোনার দাম ৮৮ টাকা আর এক লিটার পেট্রোলের দাম ২৭ পয়সা, তাহলে ভিমরি খাবারই কথা। তবে অবাক হলেও তথ্য, সত্য। কেবল সময়টা কিছুটা পিছনে।
2
10
তথ্য, ১৯৪৭ সাল, অর্থাৎ যে বছর স্বাধীন হল ভারত, তখন ভারতের বাজার দল ছিল এমনটাই। এই দুটি দ্রব্যের দাম কেবল উদাহরণ, অবাক হবেন বাকি দ্রব্যাদির দামের তালিকা দেখলেও।
3
10
৭৯ তম স্বাধীনতা দিবস পেরোতেই, মুদ্রাস্ফীতির বাজারে, স্বাধীনতার বছরের বাজার দর এল সামনে। কোন দ্রব্যের কত দাম ছিল তখন? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তখন সবকিছুর যা দাম ছিল, তা অবাক হওয়ার মতো। একই সঙ্গে উল্লেখ্য, দাম ছিল সেই সময়ের পরিস্থিতির, টাকার মূল্যের বিচারেই।
4
10
রইল বাজারদরের তালিকা- ঘি-এর দাম ছিল প্রতি কেজি ২.৫ টাকা। দুধ বিক্রি হত প্রতি লিটার ১২ পয়সায়।
5
10
১৭ আগস্ট কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯২ হাজার পেরিয়ে গিয়েছে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছাড়িয়েছে এক লক্ষ। তথ্য, ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮টাকা।
6
10
বর্তমানে যখন এক লিটার পেট্রোলের দাম একশ ছুঁই ছুঁই, ৭৮ বছর আগে তা ছিল ২৭ পয়সা।
7
10
চিনির কেজি প্রতি দাম ছিল ৪০ পয়সা, আলু ২৫ পয়সা। ১ টাকায় মিলত অন্তত দু' কেজি গম। তথ্য তেমনটাই।
8
10
তখন দিল্লি-মুম্বই বিমানের টিকিট ভাড়া ছিল ১৪০ টাকা। ১৭ আগস্ট ২০২৫ এর হিসেব, এই প্রায় দু' ঘণ্টার দূরত্বের গন্তব্যের টিকিট ভাড়া সাড়ে চার হাজার থেকে সাড়ে সাত হাজার পর্যন্ত।
9
10
তখন হারকিউলিস বা র্যালির মতো ব্র্যান্ডের সাইকেলের দাম ছিল ৯০ থেকে ১১০ টাকা, তেমনটাই তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। এখন সেই সাইকেলের দাম ছ-থেকে সাত হাজার টাকা। ১৯৩০ সালে ফোর্ড এ মডেলের ফেটন বিক্রি হয়েছিল ৩,০০০ টাকায়। তথ্য, ১৯৪৭ নাগাদ ফোর্ড বুইক ৫১ এর দাম ছিল প্রায় ১৩,০০০ টাকা।
10
10
১৯৪৭ সালে এক ডলারের দাম ছিল ৪.১৬ টাকা। তখন পোস্ট কার্ডের দাম ছিল ৬ পয়সা।