আজকাল ওয়েবডেস্ক: চুরির দায়ে জেলে ছিলেন। মুক্তি পেয়েছেন দু'দিন (শনিবার) আগেই। কিন্তু অপরাধপ্রবণ মানসিকতার কোনও বদল ঘটেনি। জেল থেকে ছাড়া পাওয়ার পরই ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণে মত নক্কারজনক কাণ্ড ঘটিয়ে বসেছেন ২৩ বছরের যুবক। তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ঘটনা। 

সোমবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধা। সেই সময়ই এই কুকীর্তি করেন অভিযুক্ত। ঘটনার সময় অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর চিকিৎসা ও কাউন্সেলিং চলছে। 

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, "আমরা ধর্ষণের মামলা দায়ের করেছি। আমরা তদন্ত করছি এবং শক্তিশালী প্রমাণ পেয়েছি। নির্যাতিতা বৃদ্ধা আপাতত বিপদমুক্ত।" 

পুলিশ জানিয়েছে যে, যখন অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে, তখন তিনি ছুরি দিয়ে আক্রমণ করেন। ফলে বাধ্য হয়ে তাঁর পায়ে গুলি করে হেফাজতে নিতে হয়েছিল। পুলিসের এক কর্তা বলেন, "লোকটির হাতে ছুরি ছিল, সে হিংস্র হয়ে উটেছিল। আমাদের দুই কর্মী আহত হন। অভিযুক্ত যুবককে দমাতে হাঁটুর নীচে গুলি করা ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না।"  

রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক বৃদ্ধির জন্য বিরোধীরা ক্ষমতাসীন ডিএমকে সরকারের সমালোচনা করেছে।

তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা এডাপ্পাদি কে পালানিস্বামী বলেছেন, "মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের শাসনকালে তামিলনাড়ু কোথায় যাচ্ছে তা কেউ জানে না। রাজ্যে মাদকের বাড়বাড়ন্ত নির্মূল করবে বা আইনশৃঙ্খলা বজায় রাখবে সরকার- জনগণের এই নিয়ে কোনও আস্থা নেই।"।

তবে রাজ্য সরকার জানিয়েছে যে, মহিলাদের বিরুদ্ধে অপরাধের কোনও বৃদ্ধি ঘটেনি। সাম্প্রতিক আন্না বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন মামলার দিকে ইঙ্গিত করে দ্রুত বিচারের উদাহরণ হিসেবে অভিযুক্তকে পাঁচ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কতা তুলে ধরে ডিএমকে সোচ্চার।

কয়েকদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য পুলিশ প্রধান শঙ্কর জিওয়াল বলেছিলেন, "সচেতনতা বৃদ্ধির কারণে এখন অভিযোগ দায়ের বেশি হচ্ছে। তামিলনাড়ুতে নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে কম।"