আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে সেনা শাসনেও অশান্তি থামল না। শেখ হাসিনা দেশ ছাড়তেই হত্যালীলা অব্যাহত। পড়শি দেশের অশান্তির জেরে সতর্ক ভারত। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি দুই রাজ্যের বাংলাদেশ সীমান্তে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার মেঘলায়ের সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছিল। মঙ্গলবার মণিপুর সরকারও কারফিউ জারি করে। হাসিনার পদত্যাগের পর সংখ্যালঘুদের ভারতে অনুপ্রবেশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর জেরে মঙ্গলবার সন্ধেয় মণিপুর সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ফেরজল ও জিরিবাম জেলার বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

সোমবার মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রিস্টোন তাইনসোংয়ের তত্ত্বাবধানে বসে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। এই বৈঠকের পর মেঘালয় সরকারের তরফে ঘোষণা করা হয়, জিরো লাইন থেকে ২০০ মিটারের মধ্যে রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।