আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই খারাপ খবর। পারিবারিক বিবাদের জেরে মা ও চার বোনকে হোটেলের ঘরেই খুন করলেন যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে লখনউয়ে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম আরশাদ। আগ্রার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই পরিবারের লোকেদের সঙ্গে কোনও একটি বিষয়ে ঝামেলা চলছিল আরশাদের। সেই কারণেই এই পদক্ষেপ। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। গত ৩০ ডিসেম্বর আরশাদরা মোট সাত জন হোটেলটিতে উঠেছিলেন। সঙ্গে ছিলেন ওই যুবকের বাবাও। কিন্তু ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। বুধবার সকালে পরিবারে লোকেদের খুন করে আরশাদ। এই নারকীয় কীর্তীর পরে হোটেলের ঘরেই ছিলেন। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় আরশাদকে।
সেন্ট্রাল লখনউয়ের ডেপুটি পুলিশ সুপার রবিনা ত্যাগী জানিয়েছেন, লখনউয়ের নাকা এলাকায় শরনজিৎ নামক একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। মৃতেরা হলেন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬), রহমিন (১৮) এবং আসমা। পাঁচ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
